কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে গত ২ জুলাই সকালে দামপাড়ার সিএমপি কার্যালয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়কে বিদায় সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সিএমপির উপ–পুলিশ কমিশনার (সদর) অতি. ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মো. আব্দুল ওয়ারীশ, জাফর ইকবাল ও আবছার উদ্দিন অলি। এ সময় কমিউনিটি পুলিশিংয়ের পক্ষ থেকে কৃষ্ণ পদ রায়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কৃষ্ণ পদ রায় বলেন, চট্টগ্রামে দায়িত্ব পালনকালে চট্টগ্রামবাসীর যে ভালোবাসা পেয়েছি সেটি সত্যিই প্রশংসনীয়। কমিউনিটি পুলিশিংয়ের মানবিক কার্যক্রম আমাকে অনুপ্রাণিত করেছে। আশা করি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।