সিএমপি কমিশনারের সাথে আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের নেতৃবৃন্দের সাক্ষাৎ

| মঙ্গলবার , ৫ নভেম্বর, ২০২৪ at ৮:৩৮ পূর্বাহ্ণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সভাপতি ও পুলিশ কমিশনার হাসিব আজিজের সাথে দামপাড়াস্থ পুলিশ লাইন্স সিএমপি কমিশনারের অফিস কক্ষে আঞ্জুমান চট্টগ্রাম নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

শুরুতে পুলিশ কমিশনারের সাথে নির্বাহী কমিটির সদস্যবৃন্দ পরিচিত হন। কমিটির পক্ষ থেকে সভাপতিকে অভিনন্দন জ্ঞাপন করেন সিনিয়র সহসভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, আঞ্জুমানের প্রতিষ্ঠিত হওয়ার ইতিহাস ও কার্যক্রম তুলে ধরেন। সভায় সংস্থার বহুতল ভবন নির্মাণ ও ভবন নির্মাণের তহবিল সংগ্রহ নিয়ে আলোচনা করা হয়। চট্টগ্রাম পুলিশ কমিশনার বহুতল ভবন নির্মাণের তহবিল সংগ্রহে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তি,ব্যবসায়ী ও শিল্পপতিদের থেকে উদ্যোগ নিতে বলেন। তিনি আঞ্জুমানের বহুতল ভবন র্নিমাণে এগিয়ে আসার জন্য চট্টগ্রামবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সহসভাপতি ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশান) প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, সহসভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহসাধারণ সম্পাদক কাজী মো. আশেকে এলাহী, নির্বাহী সদস্য প্রকৌশলী আসাদ উল্লাহ, আফতাব রহিম চৌধুরী, আলহাজ মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ওসমান গনি, ওছিউর রহমান, হাজী জাহানারা বেগম, নিজাম উদ্দিন মাহমুদ, সহকারী পরিচালক মো. সেলিম নাসের, ইঞ্জিঃ আবিদুর রহমান সোহেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিষেধাজ্ঞা শেষে সাগরে ফের মাছ ধরা শুরু
পরবর্তী নিবন্ধবিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু ৩১ জানুয়ারি