চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানা বায়েজিদ বোস্তামী, আকবর শাহ ও হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে রদবদল করা হয়েছে।
রোববার (৬ অক্টোবর) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
আদেশে বলা হয়, কেন্দ্রীয় অপরাধ শাখার পুলিশ পরিদর্শক মো. নুরুজ্জামানকে বায়েজিদ বোস্তামী থানার ওসি তদন্ত, একই থানার ওসি তদন্ত সুজন কুমার দে, আকবর শাহ থানার ওসি তদন্ত মো. আল মামুন ও হালিশহর থানার ওসি তদন্ত মোজাহেদুল হাসান কে সিএমপি পুলিশ লাইন্সে লাইনওর এ সংযুক্ত করা হয়।
এছাড়াও, পুলিশ পরিদর্শক মো. আফতাব হোসেন কে আকবর শাহ থানার ওসি তদন্ত ও পুলিশ পরিদর্শক আবু হাসনাত মোহাম্মদ মাজেদুল হক কে হালিশহর থানার ওসি তদন্ত হিসেবে পদায়ন করা হয়।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশ সূত্রে জানা যায়।