সিএন্ডএফ টাওয়ারের ১৩ম বার্ষিক সাধারণ সভা

| রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৫:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমস্‌ এজেন্টস্‌ এসোসিয়েশনের সদস্যদের মালিকানাধীন সিএন্ডএফ টাওয়ারের ১৩ম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার নগরীর আগ্রাবাদ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। সিএন্ডএফ টাওয়ার পরিচালনা কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের ১ম সহসভাপতি মোঃ নুরুল আবছারের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক মোঃ শফিউল আজম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম কাস্টমস্‌ এজেন্টস্‌ এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম, সাধারণ সম্পাদক ও সিএন্ডএফ টাওয়ার পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শওকত আলী, ২য় সহসভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ উবায়দুল হক আলমগীর। সিএন্ডএফ টাওয়ারের সার্টিফিকেটধারী সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন এ টু জেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোঃ আহসান, আরাস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খন্দকার লতিফুর রহমান (আজিম), এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম (বিলু), এস এম খায়রুল আমান, এম এ আজিজ হাওলাদার, মোঃ আবু তাহের, মুস্তফা কামাল আখতার প্রমুখ। সভায় এসোসিয়েশনের প্রাক্তন উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তিনিসহ বিগত সময়ে প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন হাফেজ মওলানা মোঃ ইসমাইল দাউদ।

স্বাগত বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম বলেন, এসোসিয়েশনের সদস্যদের কষ্টার্জিত টাকা দিয়ে এই টাওয়ার নির্মাণ করা হয়েছে। এই টাওয়ার এসোসিয়েশনের সদস্যদের গর্বের জায়গা। তাই এই সম্পদকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। তিনি বলেন, সরকারের রাজস্ব আহরণে কাস্টমস এর অন্যতম স্টেকহোল্ডার হিসাবে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সাথে এসোসিয়েশন কার্যালয়ে প্রাকবাজেট মতবিনিময় সভা করার ব্যাপারে এনবিআর এর চেয়ারম্যান মহোদয় সম্মতি জ্ঞাপন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে
পরবর্তী নিবন্ধ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা