চট্টগ্রামে বাংলাদেশ সিএনজি অটোরিক্সা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সম্মেলন এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে লালদীঘির পাবলিক লাইব্রেরী কনফারেন্স হল রুমে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এবং চসিক মেয়রের একান্ত সচিব মারুফ হক চৌধুরী মারুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল হোসেন এবং সার্বিক পরিচালনায় ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি মোহাম্মদ হানিফ। সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিন। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ২২ নম্বর এনায়েতবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলি আব্বাস খান এবং সদস্য সচিব মো. আলমগীর। সম্মেলনে প্রধান অতিথি আবুল হাশেম বক্কর এবং প্রধান বক্তা গোলাম ফারুকের উপস্থিতিতে মোহাম্মদ হানিফকে সভাপতি এবং নিজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করা হয়। আলোচনা, দোয়া–মাহফিল ও নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।











