সিএনজির পেছনে লরির ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৯:০১ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে লরির ধাক্কায় আলিফা আক্তার () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সিএনজি টেঙিতে মায়ের কোলে বসে বাড়ি ফিরছিল শিশুটি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি সিএনজির পেছনে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে করে আলিফার মৃত্যু হয়। গতকাল সোমবার বিকেল ৩টা ২০ মিনিটে মীরসরাই পৌর সদরের কলেজ রোডে এ ঘটনা ঘটে। নিহত আলিফা উপজেলার হাইতকান্দি ইউনিয়নের জহির উদ্দিনের কন্যা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে একটি সিএনজি টেঙি কলেজ রোডের মাথায় আসলে হঠাৎ ব্রেক করে। এ সময় পেছনে থাকা চলন্ত লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে মায়ের কোলে থাকা শিশু আলিফা ছিটকে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।মীরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, নিহত শিশুর স্বজনরা মৃতদেহ নিয়ে গেছে। ঘটনার তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাফেজ আব্দুল্লাহ্‌
পরবর্তী নিবন্ধব্যাংকে যাচ্ছিলেন, হঠাৎ লুটিয়ে পড়ে মৃত্যু