সিইপিজেডে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

| বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১১:৪৪ পূর্বাহ্ণ

বন্দরনগরী চট্টগ্রামের সিইপিজেড ও কেইপিজেড এলাকার জুট ব্যবসা এখনও রয়েছে আওয়ামী স্বৈরাচারের দুষরদের কব্জায়—এমন অভিযোগ তুলে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ।

শনিবার (৫ অক্টোবর) সকালে সিইপিজেড বেপজা ভবনের সম্মুখ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের পর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন এলেও ইপিজেড ও কেইপিজেডের জুট ব্যবসায় এখনো প্রভাব বিস্তার করছে সাবেক আওয়ামী ঘরানার ব্যবসায়ীরা। তাদের অনেকেই বর্তমানে বিএনপি নেতাদের সঙ্গে সমঝোতায় থেকে ৬০-৪০ ভাগ হারে ব্যবসা পরিচালনা করছে।

বক্তারা পতিত ফ্যাসিস্টের সাথে যোগসাজস করে ব্যবসা পরিচালনা করতে সহায়তা করা নেতাদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ নেওয়ার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নগর বিএনপি সদস্য ও বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হানিফ সওদাগর। ৩৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আজম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ এবং প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সেলিম।

বক্তব্য রাখেন মো: সালাউদ্দিন, মাহাবুবুল আলম বাচ্চু, হাজ্বী মো: হোসেন, মো: তাজ উদ্দিন, মো: আবু বক্কর বাবুল, মো: মহিউদ্দিন, মো: কামরুজ্জামান, আলী আজম, শাহনেওয়াজ, হারুন মেম্বার, আলী আহসান, আনোয়ার হোসেন জুনু,
মো: জুবাইয়ের, জাবেদ কায়ছার, মো: ইলিয়াস, মো: সালাউদ্দিন, আবদুর নুর মিটু, মাহবুব আলম, রিয়াজ উদ্দিন রাজু, সাইদুর রহমান, নিজাম উদ্দিন ও রহিম বাদশা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ৮ দফা দাবিতে বান্দরবান জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক
পরবর্তী নিবন্ধবাংলাদেশ চ্যাপ্টারের পরিবেশনায় মুগ্ধ আন্তর্জাতিক দর্শক ও বিচারক মণ্ডলী