চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৪তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সিইউ ক্লাব-৩৪’ এর ২য় বর্ষপূর্তি উপলক্ষে গতকাল রোববার নগরীর স্বাধীনতা কমপ্লেক্সে আনন্দ উৎসবের আয়োজন করা হয়। দিনব্যাপী এ উৎসব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। ক্লাব-৩৪’র সভাপতি কে এম শহীদুল কাওসারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী চট্টগ্রামের অতি. জেলা প্রশাসক ড. বদিউল আলম পাভেল, চবি সহযোগী অধ্যাপক ড. শারমিন মুস্তারী সুমি, চবি সহকারী প্রক্টর মুহাম্মদ ইয়াকুব, চবি শিক্ষক সমিতির নির্বাহী সদস্য জুয়েল দাশ, ক্লাব-৩৪’র সাধারণ সম্পাদক মু. জিয়াউল হাসান, যুগ্ম সম্পাদক বিশ্বজিত দাশ, সদস্য ড. শাহ নেওয়াজ চৌধুরী, ইফতেখার শওকত রাসেল, ইসমাঈল হোসেন সৈকত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ বিদেশে জ্ঞান-বিজ্ঞানের চর্চা ও গবেষণার ক্ষেত্রে নিজেদের সফলতার প্রমাণ রেখেছে সবসময়। এছাড়া সমাজের যেকোনো দুর্যোগ ও ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে নিজেদের সবটুকু নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তারা প্রমাণ করেছে ‘মানুষ মানুষের জন্য’। সাম্প্রতিক করোনাকালীন কঠিন সময়ে চবি পরিবার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তা সত্যিই প্রশংসনীয়। দিনব্যাপী অনুষ্ঠানে আগত ৩৪ ব্যাচের শিক্ষার্থীরা মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।