সিইউএফএল সার কারখানায় ৪ দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১১:২৮ পূর্বাহ্ণ

এক কর্পোরেশন এক বেতন স্কেল’ বাস্তবায়নসহ চার দফা দাবিতে আনোয়ারায় অবস্থিত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) সার কারখানায় কর্মরত শ্রমিককর্মচারীদের বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় সিইউএফএল শ্রমিককর্মচারী ঐক্যজোটের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। সিইউএফএল শ্রমিককর্মচারী নেতা সৈয়দ আসলাম আলীর সভাপতিত্বে শ্যামল কান্তি নাথের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জালাল আহমেদ, আনোয়ারুল আজিম সবুজ, আলম মজুমদার, হারুন উর রশিদ, রবিউল আলম খান, ফরিদুল আলম চৌধুরী, আনিসুর রহমান, মাহমুদুল হাসান ডালিম, ইউসুফ আলম খান, হুমায়ুন কবির ও নওশাদ আরমান সাকিব।

কারখানায় নিয়োজিত শ্রমিককর্মচারীদের এক কর্পোরেশন এক বেতন স্কেল, কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ, পেকমিশনভুক্ত শ্রমিকদের ন্যায় ৫% প্রণোদনা এরিয়া ও ১৫% বিশেষ সুবিধা, দ্রুত প্রমোশনে উচ্চতর গ্রেড ও লাম্পগ্রান্টসহ চার দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানান শ্রমিককর্মচারীরা।

বিক্ষোভ সমাবেশ শ্রমিক নেতা সৈয়দ আসলাম আলী বলেন, বাংলাদেশ কেমিক্যাল এন্ড ইন্ড্রাস্ট্রিজ কর্পোরেশনের অধীনে সিইউএফএল সার কারখানা রয়েছে। এই কারখানায় টেকনিশিয়ান ও অপারেটরদের আলাদা একটি স্কেলে বৈষম্যের মধ্যে রাখা হয়েছে। শ্রমিক নেতা জালাল আহমেদ বলেন, গত চারমাস ধরে সিইউএফএলে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এ কারখানায় দৈনিক ১১০০ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন সম্ভব। কিন্তু দেশের এই বৃহত্তর কারখানা বন্ধ রেখে সরকার বিদেশ থেকে বেশি মূল্যে সার সরবরাহ করছে। অথচ শুধু গ্যাস সংযোগের অভাবে আমাদের কারখানা বন্ধ রয়েছে। অতি দ্রুত সার কারখানায় গ্যাস সরবরাহের দাবি জানান তিনি। পরে একটি বিক্ষোভ মিছিল কারখানা চত্বরে প্রদক্ষিণ করে ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধদুদকের হয়ে মামলায় লড়বেন আইনজীবী শাহদীন মালিক
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে পরিবেশ সুরক্ষায় ইসলাম বিষয়ক উন্মুক্ত সেমিনার