নগরীর সিআরবি সাত রাস্তার মাথায় বঙ্গবন্ধুর বিশালাকৃতির একটি ম্যুরাল করার উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু কাজ শুরু হওয়ার কিছুদিনের মধ্যে সরকার পতন হওয়ায় ম্যুরাল নির্মাণের কার্যক্রম কার্যত বাতিল হয়ে গেছে। কিন্তু ম্যুরালের জন্য নির্মিত অর্ধসমাপ্ত বেদি এখন যান চলাচলের জন্য সংকট তৈরি করছে। প্রায় প্রতিদিনই স্থানটিতে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, ম্যুরাল নির্মাণের জন্য সাত রাস্তার মাথার চত্বরে বড়সড় একটি বেদি নির্মাণের কাজ শুরু হয়েছিল। বেশ বড় অংশ নিয়ে নির্মাণ শুরু করা হয়েছিল এ কাজ। প্রায় দশফুট উঁচু বেদিটির অর্ধসমাপ্ত কাজই এখন কাল হয়ে দেখা দিয়েছে। সাত রাস্তার মোড়ের এই বেদিটির জন্য বিপরীত দিক থেকে আসা রিকশা–টেক্সি–মোটরসাইকেল কিংবা গাড়ি ভালোভাবে দেখা যায় না। ফলে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে দুর্ঘটনা ঘটছে। ম্যুরাল নির্মাণের কাজ বন্ধ হয়ে গেছে। এই ম্যুরাল আর নির্মিত হওয়ারও সম্ভাবনা নেই। কিন্তু বেদিটি না সরালে তা যান চলাচলের জন্য হুমকি হয়ে থাকবে।বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম দৈনিক আজাদীকে জানান, এটা একটি প্রকল্পের আওতায় করা হয়েছিল। অনেক টাকা পয়সাও খরচ হয়েছে। তাই এটাকে ভেঙে ফেললে পুরো টাকাটাই নষ্ট হবে। এটাকে না ভেঙে সেখানে রেলওয়ে সংশ্লিষ্ট অন্য কিছু স্থাপন করে নান্দনিকতা আনা যায় কিনা সেই চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান। যান চলাচলে সমস্যার কথা স্বীকার করে তিনি বলেন, যাতে সমস্যা না হয় সেজন্য আমরা কিছু উদ্যোগ নেব।