সিআরবি রক্ষা মঞ্চের বিক্ষোভ

| শনিবার , ১১ মে, ২০২৪ at ৭:২৯ পূর্বাহ্ণ

টাইগারপাস দ্বিতল সড়কে র‌্যাম্প নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সিআরবি রক্ষা মঞ্চের উদ্যোগে গত ৮ মে বিকেল সাড়ে ৪টায় টাইগারপাস মোড়ে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণমুক্তি ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজা মিঞা, সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ, গণঅধিকার চর্চা কেন্দ্রের সমন্বয়ক মশিউর রহমান খান, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী হাসান মারূফ রুমি, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক শফি উদ্দিন কবির আবিদ, সাম্যবাদী আন্দোলন নেতা অপু দাশ গুপ্ত, নাগরিক ঐক্যের আহ্বায়ক স্বপন মজুমদার, বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি জয়, সদস্য আহমেদ জসিম, নিপীড়ন বিরোধী আইনজীবী মঞ্চের এডভোকেট বিশুময় দেব, সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলনের সমন্বয়ক ও পরিবেশকর্মী রিতু পারভী, জাসদ নেতা সুষময় চৌধুরী, মুক্তিযোদ্ধা ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের সভাপতি নুরুল হুদা চৌধুরী, আবৃত্তি শিল্পী দিলরুবা ছুটি, ক্যাবের যুগ্ম সম্পাদক জানে আলম, চৈতগ্রামের অপূর্ব নাথ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর সাধারণ সম্পাদক রিপা মজুমদার, গণ অধিকার চর্চা কেন্দ্রের প্রকৌশলী লিটন ব্যানার্জী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা এম কাইছার উদ্দীন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি মিরাজ উদ্দিন, সৃজনশীল জ্ঞান চর্চা কেন্দ্র স্বাধীনের সহসাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সোহাগ খান, শাহাদত হোসেন, প্রজন্ম চট্টগ্রামের চৌধুরী জসিমুল হক। সমাবেশ পরিচালনা করেন বাসদ (মার্কসবাদী) নেতা আসমা আক্তার।

সমাবেশে ডা. মাহফুজুর রহমান বলেন, টাইগারপাস থেকে সিআরবি অভিমুখী দ্বিতল সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্প নামানোর কোনো যুক্তি নেই। কারণ নিউমার্কেট থেকে সহজেই অল্প দূরে জিইসির র‌্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠা যাবে। এখানে র‌্যাম্প নামানোর এত তোড়জোড়ের পেছনে বাস্তবে সিডিএর একটি সিন্ডিকেটের কোটি কোটি টাকা কমিশন, লুটপাট যুক্ত।টাইগারপাসের দ্বিতল সড়কে র‌্যাম্প নামানোর সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহসুফি সৈয়দ আহমদ কবির (ক.) মাইজভাণ্ডারীর বার্ষিক ওরশ
পরবর্তী নিবন্ধচীনা শিল্পী চাই জিংয়ের পারফরম্যান্স আর্ট বিষয়ে কর্মশালা