সিআরবি ধ্বংস করে হাসপাতাল চাই না

প্রতিবাদ সমাবেশে ছাত্র ও যুব ইউনিয়ন নেতৃবৃন্দ

| শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহরের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল গড়ে তোলার উদ্যোগের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় সিআরবির সাত রাস্তার মোড়ে ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা সভাপতি রিপায়ন বড়ুয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেন, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, যুব নেতা আবদুল হালিম, জাবেদ চৌধুরী, রাশিদুল সামির, বিপ্লব দাশ, জুয়েল বড়ুয়া, অভিজিৎ বড়ুয়া প্রমুখ। বক্তারা বলেন, তথাকথিত উন্নয়ন আর মুনাফালোভী চক্রের খপ্পরে পড়ে চট্টগ্রাম শহরের প্রায় সকল সবুজ উদ্যান, উন্মুক্ত স্থান এখন ইট-পাথরের জঞ্জালে পরিণত হয়েছে। বলতে গেলে, সিআরবি একমাত্র শেষ সবুজ উদ্যান যেখানে শহরের মানুষ গিয়ে প্রাণভরে নিঃশ্বাস নেয়। অথচ সেই উন্মুক্ত স্থানটিকেও ধ্বংসের খেলায় মেতেছে সরকার। এই সিআরবির শিরিষতলায় বাঙালির ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, বলিখেলাসহ নানা ধরনের আয়োজন হয়। সেখানে হাসপাতালের মতো একটি স্থাপনা হলে এসব আয়োজন চিরতরে বন্ধ হয়ে যাবে। চট্টগ্রামবাসী এই চক্রান্ত-ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নিতে পারে না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধশেখ ফজলুল হক মণি যুব স্কোয়াডের বৃক্ষরোপণ