নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি এলাকায় এক বিপণন কর্মীকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ে জড়িত আবুল হাশেম ওরফে হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে তাকে আটক করা হয়। হাসান কুমিল্লা জেলার চান্দিনা থানার তালতলা বাজার এলাকার মুসলিম উদ্দিনের ছেলে। বর্তমানে খুলশী থানার হাইলেভেল রোডের পুরাতন কলোনিতে বসবাস করে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবীর আজাদীকে বলেন, শনিবার সিআরবি এলাকা দিয়ে যাওয়ার সময় একটি টোব্যাকো কোম্পানির বিপণন কর্মী আইয়ুব আলীকে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এই অভিযোগের প্রেক্ষিতে মামলা নেওয়া হয়। পরে অভিযান চালিয়ে রোববার সকালে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত ছোরা ও ছিনিয়ে নেওয়া মোবাইলটি উদ্ধার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।