সিআরবির পাহাড় থেকে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, ছয়টি কার্তুজ, দুইটি টিপ ছোরা, স্টিলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়।

গত রোববার দিবাগত রাত দেড়টায় সিআরবি ফ্রান্সিস রোডস্থ বাচ্চু বাংলো পাহাড়ের পাদদেশের পশ্চিম পাশে পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারের পিছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আকবর হোসেন (২৫), ইমাম হোসেন প্রকাশ ইব্রাহীম (২৫), মো. বেলাল (৩৩), মো. রুবেল (২৭) এবং মো. আলমগীর হোসেন (৩৬)। ওসি আব্দুল করিম বলেন, ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিরা তাদের সহযোগীসহ কোতোয়ালী থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয়ভীতি দেখিয়ে মূলবান জিনিসপত্র টাকাপয়সা লুট করে আসছিল। তারা পেশাদার ছিনতাইকারী ও ডাকাতদলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়া আ. লীগ সভাপতি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধধানমন্ডি ৩২ : হাড়ের আলামত সংগ্রহ সিআইডির