মহানগরীর ফুসফুস খ্যাত সিআরবিতে ৫শ শয্যার হাসপাতাল ও ১শ আসনের মেডিকেল কলেজ নির্মাণের চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা বলেন, চট্টগ্রামের ঐতিহাসিক প্রাকৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক পরিবেশ, বন, পাহাড় ধ্বংস করে সিআরবিতে শুধু হাসপাতালই নয়, কোনো ধরনের স্থাপনাই করা যাবে না। প্রকৃতি ও পরিবেশ বিনাশী সব অপরিণামদর্শী কর্মকাণ্ডই হবে আত্মবিধ্বংসী। চট্টগ্রামের ফুসফুস ও বুকভরে নিঃশ্বাস নেবার স্থানটিকে ঐতিহ্য হিসাবে সংরক্ষণের দাবি জানিয়ে অবিলম্বে সিআরবিতে হাসপাতাল নির্মাণের হটকারী সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান।
পমা : পরিবেশ মানবাধিকার আন্দোলন-পমা সিআরবিতে হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের চুক্তি সংক্রান্ত খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গত মঙ্গলবার পমার চেয়ারপারসন প্রফেসর হাসিনা জাকারিয়া বেলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আবসার মাহফুজের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় বক্তব্য দেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, লায়ন জাহাঙ্গীর মিঞা, লায়ন এ কে জাহেদ চৌধুরী, প্রাণ-প্রকৃতি সম্পাদক শারুদ নিজাম, রেজাউল করিম ভুট্টো, নাসরিন সুলতানা খানম, ইমরুল কায়েস, অধ্যক্ষ সোলাইমান কাসেমী, আবুল কালাম প্রমুখ।
সিপিবি : সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল গড়ে তোলার উদ্যোগের প্রতিবাদে সিপিবি, চট্টগ্রাম জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মো. আব্দুল নবী ও সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা এক যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, কারও আপত্তি-মতামতের তোয়াক্কা না করে সরকার কর্তৃত্ববাদী সিদ্ধান্তে সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। স্বাভাবিকভাবেই চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকদের মধ্যে ক্ষোভ, উদ্বেগ তৈরি হয়েছে। সিআরবির প্রাণ-প্রকৃতি রক্ষায় সরকারকে এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাই। সরকার উন্নয়নের নামে বড় বড় প্রকল্প হাতে নেয়। কিন্তু সেই প্রকল্পগুলো নেওয়ার ক্ষেত্রে কিংবা সরকারি কাজের ক্ষেত্রে জনমতের কোনো তোয়াক্কা করছে না। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে চট্টগ্রামের আপামর জনতাকে এক হওয়ার আহ্বান জানান। সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ বন্ধ করা না হলে সিপিবি চট্টগ্রামবাসীকে নিয়ে আন্দোলন গড়ে তুলবে।
জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি : জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে ডা. মাহফুজুর রহমান ও ডা. সুশান্ত বড়ুয়া গতকাল বুধবার এক বিবৃতিতে বলেন, পিপিপির মোড়কে হাসপাতল ও মেডিকেল কলেজ নির্মাণ কোনটাই সিআরবিতে হওয়া উচিত নয়। হাসপাতাল বা কলেজ যদি করতেই হয় অন্যস্থানে করা যেতে পারে, তাও সরকারি খরচে কোনভাবেই করপোরেট প্রতিষ্ঠান নয়। সাধারণ জনগণের জন্য দরকার একরকমের যে কোন হাসপাতাল বিশেষ করে চট্টগ্রামের জন্য বিশেষায়িত হৃদরোগ ইন্সটিটিউট বা বার্ন ইনস্টিটিউট হতে পারে। অবশ্যই সিআরবিতে নয়।
পিপলস ভয়েস : পিপলস ভয়েসের সভাপতি শরীফ চৌহান ও সাধারণ সম্পাদক সৈয়দ আতিকুর রহমান এক বিবৃতিতে বলেন, সিআরবি এলাকায় হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট নির্মিত হলে এসব ঘিরে জন ও যানবাহন সমাগম ঘটবে বহুগুণ বেশি। এসব স্থাপনা ঘিরে আরও নতুন নতুন বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা যথেষ্ট। একবার গাছ কাটা ও প্রকৃতি ধ্বংসের কার্যক্রম শুরু হলে তা আশেপাশেও সংক্রমিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করতে তারা সরকারের প্রতি আহ্বান জানান।
চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ : সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণ আত্নঘাতি সিদ্ধান্ত, তা অবিলম্ব্বে বাতিলের দাবি জানিয়েছেন, চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। সংগঠনের কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. এনামুল হক লিটন, সাধারণ সম্পাদক সাহেনা আক্তার ও দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা প্রদত্ত যৌথ বিবৃতিতে বলেন, সিআরবি এলাকার সৌন্দর্য উপভোগ করতে মানুষ প্রতিদিন আসে। এখন তাও আত্নঘাতি সিদ্ধান্তের মাধ্যমে ধ্বংসের পাঁয়তারা চালানো হচ্ছে।