সিআরবিতে হাসপাতাল ও প্রবেশপথে গেট নয়

সাক্ষাৎকারে ইঞ্জিনিয়ার মোশাররফ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩৬ পূর্বাহ্ণ

প্রাণ-প্রাচুর্যে ভরপুর সিআরবিতে হাসপাতাল নির্মাণ এবং জনগণের চলাচল বন্ধ করতে প্রবেশপথে গেট নির্মাণের বিরোধিতা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন এমপি। ইতোপূর্বে হেরিটেজ জোন হিসেবে স্বীকৃত এবং শহীদ আবদুর রবসহ আটজন শহীদের কবরের উপর সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে তিনি বিদেশ থেকে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছিলেন। গত শুক্রবার নগরীর নন্দনকানন বাসভবনে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিপক্ষে তার অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, চট্টগ্রামে চার ভাগের এক ভাগ জমি রেলওয়ের। আমি চট্টগ্রামে হাসপাতাল চাই। কিন্তু সেটি সিআরবিতে হতে হবে কেন? এই হাসপাতালটি রেলওয়ের অন্য জায়গায় করতে পারে, এখানে যে হতে হবে এমন কোনো কথা নেই। তিনি বলেন, আমি ঢাকায় ছিলাম। একটা পত্রিকায় দেখেছিলাম সিআরবির প্রবেশমুখে গেট নির্মাণ করা
হচ্ছে। সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হবে। এটা হতে পারে না। আমরা চট্টগ্রামের ছেলে। আমরা ছোট থাকতে সিআরবিতে খেলতে যেতাম, ঘুরতে যেতাম। সিআরবির চতুর্পাশে যাতায়াতের অনেক পথ। কতগুলো গেট করবে তারা? এটা কিন্তু উচিত হচ্ছে না।
তিনি বলেন, আমি মনে করি, হাসপাতাল হওয়া উচিত, হাসপাতালের দরকার আছে। রেলের আরও জায়গা আছে। ফয়’স লেক আছে, সেখানে হতে পারে। আমি একজন রাজনীতিবিদ হিসাবে এটা মেনে নিতে পারি না। রেল কর্তৃপক্ষ গেট নির্মাণ করে সাধারণের চলাচল নিষিদ্ধ করতে চাইছে, এটা একটা ফ্যাসিবাদি চিন্তা, প্রভুসুলভ মনোভাব। রেল কর্তৃপক্ষকে বুঝতে হবে, রাষ্ট্রের মালিক জনগণ। গেট করার বুদ্ধি কে দিয়েছে আমি বুঝতে পারছি না।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে সাত ইটভাটায় প্রশাসনের অভিযান, জরিমানা
পরবর্তী নিবন্ধসাতকানিয়া ইউপি নির্বাচন কাল