সিআরবিতে বিভিন্ন সংগঠনের আজকের কর্মসূচি

হাসপাতাল নির্মাণের প্রতিবাদ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১২:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বিশিষ্টজনসহ সর্বসাধারণের বিরোধিতার পরও নগরীর সিআরবি এলাকায় রেলওয়ের জমিতে গড়ে তোলা হচ্ছে ৫০০ শয্যার একটি বেসরকারি হাসপাতাল এবং একশ আসনের একটি মেডিকেল কলেজ। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত বেশ কিছুদিন ধরে আন্দোলন কর্মসূচি পালন করছে চট্টগ্রামের সচেতন সমাজ ও সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন। এরই ধারাবাহিকতায় একাধিক সংগঠন আজ বৃহস্পতিবারও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
প্রকল্পের প্রস্তাবিত স্থানে নাগরিক সমাজের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হবে বিকেল চারটায়। কর্মসূচিতে বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন, কবি আবুল মোমেন, হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশগুপ্ত, জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির আহবায়ক ডা. মাহফুজুর রহমান, পেশাজীবি সমন্বয় পরিষদের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, ইদ্রিস আলী ও স্থপতি আশিক ইমরান প্রমূখের অংশ নেয়ার কথা রয়েছে। কর্মসূচিতে গান, আবৃত্তি, পথ নাটকসহ নানা আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকরা।
বিকেল তিনটায় মানবন্ধন কর্মসূচি পালন করবে ইকো ফ্রেন্ডস। ৫টায় প্রকল্পের প্রস্তাবিত স্থানে গাছের চারা রোপণ করবে ভয়েস অব চিটাগং।

পূর্ববর্তী নিবন্ধজেলির কৌটায় ইয়াবা, নারী মাদক বিক্রেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকরোনা সহায়তায় জেলা প্রশাসকের তহবিলে ১১ লাখ টাকা দিল বাপা