সিআরবিতে নাগরিক সমাজের অবস্থান কর্মসূচি

| শনিবার , ৩০ এপ্রিল, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নাগরিক সমাজ চট্টগ্রামের উদ্যোগে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিনের মত নাগরিক সমাজের নেতৃবৃন্দ সিআরবি রক্ষার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। নাগরিক সমাজের মহাসচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডাক্তার মাহফুজুর রহমান। আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, যুবলীগ নেতা মোহাম্মদ নূরুল হুদা চৌধুরী, খেলাঘরের সংগঠক বনবিহারী চক্রবর্তী, যুবলীগ নেতা আকরাম হোসেন, সুনীল দাস, নারায়ণ দাস, অসীম দাশগুপ্ত প্রমুখ। বক্তারা বলেন, সিআরবিতে কোনো বাণিজ্যিক স্থাপনা হতে পারে না। কারণ এটা হেরিটেজ ঘোষিত এলাকা এবং চট্টগ্রামের ফুসফুস। সিআরবি না থাকলে চট্টগ্রাম শেষ হয়ে যাবে। যে কোনো মূল্যে আমরা সিআরবি রক্ষা করব। অপেক্ষায় আছি বঙ্গবন্ধু কন্যা সিআরবি রক্ষার বিষয়ে ইতিবাচক ভালো সিদ্ধান্ত নিবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটা উদ্বোধন
পরবর্তী নিবন্ধ‘ডাক দিয়ে যাই’ এর ঈদ উপহার বিতরণ