সময় পরিবর্তনশীল। আর পরিবর্তন মানেই নতুন কিছু। বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে আগামি দিনে রোবট প্রযুক্তি-ই যেন নিয়ন্ত্রণ করবে মানুষের আবেগ!
রোবট প্রক্রিয়ার নানান আদ্যোপান্ত আর তরুণদের মাঝে এই নিয়ে উৎসাহ বাড়াতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) গঠিত হল ‘সিআইইউ রোবটিক্স ক্লাব’। সম্প্রতি নগরের জামাল খান ক্যাম্পাসে এই ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল পরপর তিনটি কর্মশালা।
কর্মশালার প্রশিক্ষক ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সিআইইউর কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসিফ ইকবাল। তিনি খুব সহজভাবে ব্যবহারিক ক্লাসের মাধ্যমে রোবট বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। এই সময় আরডুইনো ইউনো, ওপেন সোর্স মাইক্রোকন্ট্রোলার বোর্ড, সেন্সরের ব্যবহারসহ একাধিক বিষয়গুলো ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন।
কর্মশালায় জানানো হয়, রোবোটিক্স অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে উন্নত উৎপাদনের প্রধান উপাদান হিসেবে কাজ করছে। এই প্রযুক্তির সিস্টেমগুলোকে যদি আরও পরিশীলত, নির্ভরযোগ্য হিসেবে ব্যবহার করা যায়, তবে তা বিনোদন, সামরিক, নজরদারিসহ সর্বক্ষেত্রে ধারাবাহিক সাফল্য বয়ে আনবে। প্রতিটি কর্মশালা তিন ঘন্টা ধরে অনুষ্ঠিত হয়। এতে প্রতিটি সেশনে ২৪ জন শিক্ষার্থী অংশ নেন।
তাহসিন তাসনিম মিম নামের একজন শিক্ষার্থী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে এগিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। রোবট নিয়ে তাই স্বপ্নটা একটু বেশি।
সিআইইউতে এই ধরণের রোবট ক্লাব কার্যক্রম আগামিতে ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাচ্ছে তার মতো অনেক ছেলে মেয়েদের- এমনটাই জানালেন ক্যাম্পাসের মেধাবী মুখ মিম।