সিআইইউ-ইয়ংওয়ান সমঝোতা স্মারক স্বাক্ষর

| বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৯ পূর্বাহ্ণ

জামালখানস্থ চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এবং ইয়ংওয়ান কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্মারক গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে স্বাক্ষরিত হয়েছে। দুই প্রতিষ্ঠান আগামী দিনে যৌথ সহযোগিতার মাধ্যমে শিল্পায়নের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী ও মানসম্পন্ন শিক্ষা, কারিকুলাম উন্নয়নে সহায়তা, স্কলারশিপ এবং শিক্ষার্থীদের ইন্টার্নশীপের সুবিধা, সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ও কোরিয়ার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষকশিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণাসহ নানাবিধ সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে একসঙ্গে কাজ করার অভিপ্রায়ে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করে।

সিআইইউর উপাচার্য আধ্যাপক ড. এমএম নুরুল আবসার এবং ইয়ংওয়ান কর্পোরেশনের প্রতিষ্ঠাতা এবং সিইও কিহাক সুং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্মাক্ষর করেন।

এ সময় অনুষ্ঠানে সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, ট্রাস্টি সৈয়দ মাহমুদুল হক, অন্যান্য ট্রাস্টিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও ফ্যাকাল্টিবৃন্দ, রেজিস্ট্রার, কর্মকর্তাবৃন্দ, ইয়ংওয়ান গ্রুপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহীনুর রহমান, কেইপিজেডএর ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ জাহানসহ ইয়ংওয়ান কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২০২২ সালে হওয়া তিন শতাধিক নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে আরও এক আওয়ামী লীগ নেতা গ্রেফতার