সিআইইউতে সমপ্রতি ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেরে উদ্যোগে ‘ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস অ্যান্ড কপিরাইটস’ শীর্ষক এক কর্মশালা বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবীব। তিনি বলেন, মেধাসত্ত্ব রক্ষা মানে জাতির সৃজনশীল সম্পদ সংরক্ষণ করা এবং উচ্চশিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সাজ্জাতুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইউজিসি’র স্ট্রাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি এসিউরেন্স (এসপিকিউএ) ডিভিশনের পরিচালক ড. দূর্গা রানী সরকার ও অতিরিক্ত পরিচালক আকরাম আলী খান। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. ইমন কল্যাণ চৌধুরী। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউজিসি’র এসপিকিউএ ডিভিশনের উপ–পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির উল্লাহ। তিনি তাঁর প্রবন্ধে মেধাসত্ত্ব ও কপিরাইটের মৌলিক ধারণা, এর আইনি কাঠামো এবং বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে এর বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। কর্মশালায় প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা মেধাস্বত্ব ও কপিরাইট সম্পর্কিত নানা প্রশ্ন উপস্থাপন করেন। বিশেষজ্ঞরা এসব প্রশ্নের বিস্তারিত উত্তর দেন। প্রেস বিজ্ঞপ্তি।










