সিআইইউতে বোর্ড অব ট্রাস্টির সভা

| মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ১১:২৯ পূর্বাহ্ণ

প্রচলিত ধারার শিক্ষায় নয়, বরং আধুনিক এবং যুগোপোযুগী শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) সময়ের সঙ্গে চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান তৌহিদ সামাদ।

গতকাল সোমবার নগরের জামালখানের ক্যাম্পাসের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টির ১০ম সভায় সভাপতির বক্তব্যে এই কথা জানান তিনি। সভায় বিশ্বমানের বাস্তবমুখী সিলেবাসের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে এগিয়ে নিতে তার প্রতিষ্ঠান বদ্ধপরিকর বলে উল্লেখ করেন তিনি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্য প্রকৌশলী আলী আহমেদ, এ এইচ এম চৌধুরী, সৈয়দ মাহমুদুল হক, লুৎফে এম আইয়ুব, সাফিয়া গাজী রহমান, দিলরুবা আহমেদ, মো. আমিন হেলালী, মোহাম্মদ খালেদ মাহমুদ, ইসমাঈল দোভাষ, মির্জা সালমান ইস্পাহানি, আমিনুর রেজা খান, উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধপ্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যেতে হবে