সিআইইউতে অনুষ্ঠিত হলো আইভে বিজনেস স্কুলের কেইস টিচিং ওয়ার্কশপ

| বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:১৯ পূর্বাহ্ণ

সমপ্রতি নগরীর চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এবং কানাডার আইভে বিজনেস স্কুলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত “কেইস টিচিং ওয়ার্কশপ’। সিআইইউ’র ব্যবসায় অনুষদের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এই ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কানাডার অন্যতম খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ওয়েস্টার্ণ ইউনিভার্সিটির আইভে বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক ড. রোমেল মোস্তফা।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আধুনিক ম্যানেজমেন্ট শিক্ষায় কেইস স্টাডি একটি অপরিহার্য পদ্ধতি, যা শিক্ষার্থীদের বাস্তব সিদ্ধান্ত গ্রহণ ও বিশ্লেষণী চিন্তায় পারদর্শী করে তোলে।”

সিআইইউ’র বিভিন্ন অনুষদের শিক্ষকগণ এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। সেশনটিতে কেইস স্টাডি ভিত্তিক টিচিং পদ্ধতি, শ্রেণিকক্ষে এর কার্যকর প্রয়োগ এবং শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও দক্ষতা বিকাশে এর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা হয়।

উল্লেখ্য, আইভে বিজনেস স্কুল কানাডার অন্যতম প্রাচীন এবং মর্যাদাপূর্ণ ব্যবসায় প্রশাসন শিক্ষাপ্রতিষ্ঠান। এটি বিশ্বব্যাপী কেইসভিত্তিক শিক্ষাদানের জন্য সুপরিচিত এবং হার্ভার্ডের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিজনেস কেইস প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। এই ওয়ার্কশপটি বাংলাদেশে পরিচালিত আইভে ওয়ার্কশপ সিরিজের অংশ, যার আওতায় দেশের পাঁচটি প্রতিষ্ঠানে (সিআইইউ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এআইইউবি) ধারাবাহিকভাবে ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাবরেটরি উদ্বোধন
পরবর্তী নিবন্ধচুয়েটে কাজী নজরুল ইসলাম হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা