সিংহ ও শিয়াল আবরার হোসেন (৩২,১০১) | বুধবার , ৪ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ সিংহমামা চললে কোথায়? জিজ্ঞেস করল শিয়াল, নদীর পাড়ে যাচ্ছি আমি এটা আমার খেয়াল। নদীর পাড়ে বাঘ আছে দু’জন তোমরা এক জায়গায় থাকতে পারবে না। বলল শিয়াল হেসে। সিংহ বলে এটা তোমার মোটেও ভাবনা নয় তোমার জীবন তুমি বাঁচাও সিংহ বলল কেশে।