সাহিল সানজানের নতুন গান ‘হারাবার মতো কিছু নেই’

| বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:২৭ পূর্বাহ্ণ

সমপ্রতি প্রকাশিত হয়েছে চট্টগ্রামের ছেলে সাহিল সানজানের নতুন গান ‘হারাবার মতো কিছু নেই’। গানটির কথা, সুর, কম্পোজিশন করেছেন এবং কণ্ঠ দিয়েছেন সাহিল সানজান নিজেই। গানটির মিক্সিং করেছেন বাংলাদেশের লিজেন্ড কম্পোজার ফুয়াদ আল মুক্তাদির।

২০২১ সালে গ্রামীণফোনের নতুন গানের খোঁজে প্রতিযোগিতায় অংশগ্রহণ সাহিলের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কম্পোজার ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি। এটি তার ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করে এবং তার শিল্পীসত্তাকে তুলে ধরে। সাহিল প্রথমবারের মতো ২০২২ সালে প্লেব্যাক গানে কণ্ঠ দেন এবং এর মাধ্যমে দেশের সংগীত জগতে তার অবস্থান শক্তিশালী করেন। প্রথম প্লেব্যাক গানটির জন্য তিনি মেরিলপ্রথম আলো সংগীত পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

একই বছর হাবিব ওয়াহিদের সঙ্গে যৌথ প্রকল্পে কাজ করে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা নবাগত গায়কের মনোনয়ন পান, যা তার ক্যারিয়ারে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বর্তমানে বেশ কিছু নাটকের গানে কাজ করছেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি নাটকের গানে কন্ঠ দিয়েছেন। তারমধ্যে ‘লাভ ভার্সেস ক্রাস’ নাটকে গাওয়া ‘অনুভূতি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। চট্টগ্রামের সাংস্কৃতিক পরিবারে বেড়ে ওঠা সাহিলের শৈশব থেকেই সংগীতের প্রতি ভালবাসা। তাঁর পরিবারে রয়েছে সমৃৃদ্ধ শিল্পঐতিহ্য। বাবা হুমায়ুন চৌধুরী একজন স্বনামধন্য গীতিকার, মা ডেইজি চৌধুরী একজন কন্ঠ শিল্পী এবং বড় ভাই সিয়াম সাজনান চৌধুরী একজন প্রতিভাবান সংগীতশিল্পী এবং কম্পোজার। এমন পরিবেশে বড় হওয়া সাহিলের সংগীত জীবনের ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পূর্ববর্তী নিবন্ধজমি দখলের অভিযোগ, পপির বিরুদ্ধে বোনের জিডি
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪.২৩ কোটি টাকা