লিভারপুল কোচ আর্না স্লটের সঙ্গে মোহামেদ সালাহর সুসম্পর্ক যে ভেঙে গেছে, তা এখন বলাই যায়। তাতে, লিভারপুলে এই তারকার ভবিষ্যৎ হয়ে পড়েছে অনিশ্চিত। এর মাঝেই সৌদি প্রো লিগের প্রধান নির্বাহী ওমার মুগারবেল জানিয়েছেন, অভিজ্ঞ স্ট্রাইকারকে পেতে আগ্রহী দেশটির কয়েকটি ক্লাব। ২০১৭ সালের জুনে লিভারপুলে যোগ দিয়ে গত আট মৌসুমে দারুণ সব সাফল্য পেয়েছেন সালাহ। ক্লাবটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জয়ের পথে তার ছিল অসামান্য অবদান। গত মৌসুমেও দলকে লিগ চ্যাম্পিয়্ন করানোর পথে আসরের সর্বোচ্চ ২৯টি গোল করে সালাহ জয় করেন গোল্ডেন বুট। কিন্তু চলতি মৌসুমে সেই ছন্দ তিনি টেনে নিতে পারেননি, বরং দলের টানা হতাশাজনক পারফরম্যান্সের মাঝে তিনি ব্যক্তিগতভাবেও অনুজ্জ্বল। ফলে প্রিমিয়ার লিগে সবশেষ তিন ম্যাচের দুটিতে পুরোটা সময় বেঞ্চে কাটাতে হয় তাকে। অন্য ম্যাচটিতে খেলতে পারেন বদলি হিসেবে। গত শনিবার লিডস ইউনাইটেডের সঙ্গে ৩–৩ ড্র ম্যাচের পর জমে থাকা প্রচণ্ড হতাশা আর ক্ষোভে যেন ফেটে পড়েন তিনি। ইঙ্গিত করেন কোচের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরার দিকে। বলেন, দলে ‘কেউ একজন চায় যেন সব দোষ আমার ওপর পড়ুক।’ জবাবে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে সালাহকে ছেঁটে ফেলেন লিভারপুল কোচ। ম্যাচটি ১–০ গোলে জয়ের পর কোচ স্লটও সালাহর প্রতি তার অসন্তোষ লুকাননি। লিভারপুল–সালাহ সম্পর্ক যখন এমন ভঙ্গুর অবস্থায়, তখনই রিয়াদে ওয়ার্ল্ড ফুটবল সামিটে প্রকাশ্যে এই খেলোয়াড়কে একরকম নতুন প্রস্তাব দিলেন মুগারবেল। ‘সৌদি লিগে মোহামেদ সালাহকে স্বাগত জানানো হবে। তবে খেলোয়াড়দের সঙ্গে আলোচনার কাজটা ক্লাবগুলোর। এই লিগের ক্লাবগুলো যেসব খেলোয়াড়কে দলে চায়, তাদের মধ্যে নিশ্চিতভাবে সালাহ একজন।’ গত এপ্রিলে লিভারপুলের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেন ক্লাবটির জার্সিতে ৪২০ ম্যাচে ২৫০ গোল করা সালাহ। তবে বিভিন্ন গণমাধ্যমে খবর, আসছে জানুয়ারির দলবদলেই অ্যানফিল্ড ছাড়তে পারেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।












