সার্ধশত জন্মবার্ষিকীতে মনিরুজ্জামান ইসলামাবাদীকে স্মরণ

| শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১১:৩১ পূর্বাহ্ণ

সার্ধশত জন্মবার্ষিকীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, লেখক ও শিক্ষাবিদ মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীকে স্মরণ করা হয়েছে চট্টগ্রামে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তার প্রতিষ্ঠিত কদম মোবারক এতিমখানা প্রাঙ্গণে আলোচনা সভা হয়। খবর বিডিনিউজের।

সভায় সাংস্কৃতিক অঙ্গনের চন্দন কুমার চৌধুরী, রাজনীতিবীদ মিটুল দাশগুপ্ত, পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, দিপংকর চৌধুরী কাজল, প্রবীর দাশ গুপ্ত নন্তু, মো. মানিক মিঞা, মো. জাফর উদ্দিন, মো. জাকির হোসেন, বাবু কমল বড়ুয়া, মো. আবুল হোসেন, মো. ইব্রাহীম, মো. সজীব ভূইয়া, মো. রাসেল, মো. করিম, মো. হাসেম উপস্থিত ছিলেন। সভার আয়োজক সংগঠন ‘বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সভাপতি কৃষ্ণ শেখর দত্ত বলেন, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ভারত ছাড় আন্দোলনে যোগ দেন এবং আজাদ হিন্দ ফৌজের কার্যক্রমকে সক্রিয়ভাবে সমর্থন করেন। এ উদ্দেশ্যে তিনি চট্টগ্রাম ও ঢাকায় বিপ্লবী কেন্দ্র স্থাপন করেন। তিনি নেতাজী সুভাষ চন্দ্র বসুর সঙ্গে সাক্ষাতও করেছিলেন।

প্রসঙ্গত, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ১৮৭৫ সালের ২২ আগস্ট চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার আড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

 

পূর্ববর্তী নিবন্ধজুলাই বিপ্লবের দর্শন বাদে বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন সম্ভব নয়
পরবর্তী নিবন্ধমাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি