সার্চ কমিটির চিঠি পেয়েছে বিএনপি, নাম দেবে না

যে বিশিষ্টজনদের সঙ্গে বসবে সার্চ কমিটি

| শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০০ পূর্বাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটি নামের তালিকা চেয়ে বিএনপিকে চিঠি দিয়েছে। তবে বিএনপি সার্চ কমিটিতে নাম দেবে না বলে জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পৌঁছে দেওয়া হয়। খবর বাংলানিউজের।
চিঠি পাওয়ার পর দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপি সার্চ কমিটিতে কোনো নামের তালিকা দেবে না। তিনি বলেন, এর আগেও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানিয়েছেন যে, বিএনপির পক্ষ থেকে সার্চ কমিটির কাছে কোনো নাম দেওয়া হবে না। একই সঙ্গে দলের স্থায়ী কমিটিও এই সিদ্ধান্ত নিয়েছে।
যে বিশিষ্টজনদের সঙ্গে বসবে সার্চ কমিটি: এদিকে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে কাল শনিবার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করবে অনুসন্ধান (সার্চ) কমিটি। এরই মধ্যে বিশিষ্টজনদের তালিকা তৈরি করে তাদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইতিহাসবিদ মুনতাসির মামুন, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞ শাহদীন মালিক, শিক্ষাবিদদের মধ্যে গোলাম রহমান, আ আ ম স আরেফিন সিদ্দিক, আসিফ নজরুল, সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও মাকসুদ কামাল তালিকায় রয়েছেন। একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, সমকালের প্রকাশক এ কে আজাদ, সাংবাদিক আবেদ খান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ প্রমুখ তালিকায় রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দখল করে বাজার
পরবর্তী নিবন্ধজেল হত্যা মামলা পুনরুজ্জীবিত হবে কিনা, ভাববে সরকার