সার্কিট হাউজ সংলগ্ন মাঠকে উন্মুক্ত স্থান হিসাবে সংরক্ষণ করার আহ্বান

জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানকালে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম

| বৃহস্পতিবার , ১৩ জুন, ২০২৪ at ৯:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সার্কিট হাউজ সংলগ্ন অপরিকল্পিতভাবে নির্মিত শিশু পার্কটি সমপ্রতি জেলা প্রশাসন অপসারণ করেছে। পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের পক্ষ থেকে গতকাল বুধবার জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানকালে এটিকে উন্মুক্ত স্থান হিসাবে সংরক্ষণ করার আহ্বান জানানো হয়েছে। স্মারকলিপি প্রদান করেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সাধারণ সম্পাদক নগর পরিকল্পনাবিদ স্থপতি জেরিনা হোসেন, প্রকৌশলী সুভাষ বড়ুয়া, শিল্পী শাহরিয়ার খালেদ ও পরিবেশবিদ তাসলিমা মুনা। শুরুতেই পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক সার্কিট হাউজ প্রাঙ্গণটি উদ্ধার ও অবমুক্ত করার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানান। ১৯১৩ সালে ব্রিটিশ শাসনামলে নির্মিত দৃষ্টিনন্দন চট্টগ্রাম সার্কিট হাউজ এবং সংলগ্ন উন্মুক্ত বিস্তীর্ণ (প্রায় ৩.৮৯ একর) প্রাঙ্গণ যুগ যুগ ধরে নগরবাসীর সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনে একটি উন্মুক্ত নাগরিক কেন্দ্রের সুবিধা দিয়ে এসেছে। চত্বর সংলগ্ন বিভিন্ন ক্রীড়া সংস্থার দপ্তর ও সাবেক বিভাগীয় স্টেডিয়ামের অবস্থান থাকায় এলাকাটি কিশোরতরুণদের খেলাধুলার প্রাণকেন্দ্র হিসেবেও পরিচিত। সার্কিট হাউজ ও স্টেডিয়াম এলাকা ঘিরে চট্টগ্রামে যে সামাজিক মিথস্ক্রিয়ার পরিবেশ ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তা ১৯৯৩ সালের এক অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের ফলে ধ্বংস হয়ে যায়। আমরা মনে করি সমপ্রতি উদ্ধারকৃত স্থানটিকে আবারো আগের মতো প্রাকৃতিক সবুজ উদ্যান তথা, চট্টগ্রামবাসীর জন্য একটি সর্বজনীন মুক্ত ময়দানে পরিণত করার প্রয়োজন।

পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম, মহানগরীর পরিকল্পিত উন্নয়ন এবং নাগরিক সুযোগ সুবিধার সামঞ্জস্যপূর্ণ বিকাশের স্বার্থে এর জন্মলগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সার্কিট হাউজের উন্মুক্ত চত্বর সংরক্ষণ ও পরিকল্পিত নগর উন্নয়নের স্বার্থে যে কোনো বিষয়ে ফোরাম পরামর্শ ও সহযোগিতা প্রদান করতে প্রস্তুত রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনবিচ্ছিন্ন অপশক্তি অবৈধ উপায়ে ক্ষমতা দখলের ষড়যন্ত্র চালাচ্ছে
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সাথে লোহাগাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানের সাক্ষাৎ