সার্কিট হাউজে আ. লীগ এমপিদের রুদ্ধদ্বার বৈঠক

চসিক নির্বাচনের প্রস্তুতি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ ডিসেম্বর, ২০২০ at ৬:১৫ পূর্বাহ্ণ

চসিক নির্বাচনের প্রস্তুতি নিয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রামের সংসদ সদস্যদের এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও চসিক নির্বাচনে আওয়ামীলীগের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে গতকালের বৈঠকে চট্টগ্রামের সব এমপি উপস্থিত না থাকায় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত হয়নি। এজন্য আগামী ১ জানুয়ারি সব এমপিকে নিয়ে আবার বৈঠক আহবান করা হয়েছে।
চট্টগ্রাম সার্কিট হাউজ এলাকায় গিয়ে দেখা যায়-বিকাল ৫টার দিকে বৈঠক শেষে পরপর বেরিয়ে যান বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, মোছলেম উদ্দিন আহমদ এমপি, ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি রাউজানের উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল। বৈঠকে উপস্থিত একজন সংসদ সদস্য জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থীর পক্ষে আমরা কিভাবে কাজ করবো এই ব্যাপারে আলোচনার জন্য বসেছিলাম। আজকে(গতকাল) সকল এমপি থাকতে পারেননি। তাই সকল এমপিদের নিয়ে আগামী ১ জানুয়ারি আবার বৈঠক অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধনতুন করোনা ঘিরে উদ্বেগ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে সক্রিয় আমদানিকৃত পণ্যের চোরাই সিন্ডিকেট