সারোয়াতলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি), অঙ্গ সংঘটন ও সহযোগী সংগঠন সারোয়াতলী ইউনিয়ন শাখার উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সারোয়াতলী স্কুল মাঠে গতকাল শুভ উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টে সারোয়াতলী ইউনিয়ন বিএনপি আওতাধীন ৯টি ওয়ার্ড থেকে বিএনপি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৯ দলের হয়ে অংশগ্রহন করছেন।

উদ্বোধনী খেলায় সারোয়াতলী ১নং ওয়ার্ড ১০ গোলে পুর্ব খিতাপচর ৬নং ওয়ার্ডকে পরাজিত করে। এদিন ২য় খেলায় ইমামুল্লাচর ৭নং ওয়ার্ড টাইব্রেকারে বেংগুরা ৩নং ওয়ার্ডকে পরাজিত করে। আজ শুক্রবার সেমিফাইনাল ও কাল শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপি আহবায়ক হাজী ইসহাক চৌধুরী। উদ্বোধক হিসেবে ছিলেন মদিনা বিএনপি যুগ্ম আহবায়ক এস এম আলতাফ হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারোয়াতলী ইউনিয়ন বিএনপি সভাপতি প্রকৌশলী এস এম তারেক, সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী ছোটন, পৌরসভা বিএনপি যুগ্ম আহবায়ক শেখ মনির, থানা বিএনপি আহবায়ক কমিটি সদস্য জামাল উদ্দীন, মোস্তফা কামাল, শাকপুরা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ পেয়ার আহমদ, ইউনিয়ন বিএনপি উপদেষ্টা আবুল কালাম বাবুল, আলমগীর বাবুল, মুছা আমিরী। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক কপিল উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম পারভেজ।

পূর্ববর্তী নিবন্ধনারীদের সুস্বাস্থ্য নিশ্চিতে পাবলিক প্লেসে শৌচাগার নিশ্চিত করতে হবে : মেয়র
পরবর্তী নিবন্ধপটিয়ায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কাল