সারোগেসির অভিযোগ নিয়ে চীনে তোলপাড়, তদন্ত

| মঙ্গলবার , ৭ মে, ২০২৪ at ৯:১৬ পূর্বাহ্ণ

টানা কয়েক বছর ধরে চীনে ক্রমহ্রাসমান জন্মহারের গতি আটকাতে নানান চেষ্টা করে যাচ্ছে দেশটির সরকার। তার মধ্যেই দক্ষিণপশ্চিমের মহানগরী চংকিংয়ের একটি হাসপাতালের বিরুদ্ধে সারোগেসির অভিযোগে সেখানে তোলপাড় শুরু হয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন অভিযোগ তদন্ত করে দেখছে। চীনে সারোগেসি নিষিদ্ধ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত বছর চীনা কর্তৃপক্ষ সে দেশে বেশ কিছু ভুয়া জন্মসনদ প্রদানের ঘটনা নিয়ে তদন্ত শুরু করে। খবর বিডিনিউজের।

আর সেই তদন্ত চলাকালেই সারোগেসির নানা ঘটনা সামনে চলে আসে। রোববার চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে একটি পোস্টে বলা হয়, অবৈধভাবে সারোগেসি করে এমন সংস্থা কে সহযোগিতা করছে চংকিং অ্যাঞ্জেল অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলোজি হসপিটাল।

সারোগেট মায়েরা ওই হাসপাতালে শিশু জন্ম দিতে জাল আইডি কার্ড ব্যবহার করেন এবং শিশু জন্ম হওয়ার পর জাল জন্মসনদ তৈরি করা হয় বলেও ওই পোস্টে জানানো হয়। শাংগুয়ান জাংহি নামের একটি একাউন্ট থেকে ওই পোস্ট করা হয়। যিনি নিজেকে শিশু পাচারের বিরুদ্ধে লড়াইয়ের একজন স্বেচ্ছাসেবক বলে পরিচয় দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.৮৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপশ্চিমাদের নিরস্ত করতে পারমাণবিক অস্ত্র মহড়া চালাবে রাশিয়া