সারা বছর খেলার উপযোগী হচ্ছে হালিশহরের নীচু মাঠ

| মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৫৫ পূর্বাহ্ণ

হালিশহর হাউজিং এস্টেটের নীচু মাঠ মাটি দিয়ে ভরাট করে খেলার উপযোগী করার কাজ পরিদর্শন করেছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

গতকাল সোমবার মাঠ পরিদর্শনকালে মেয়র বলেন, মাঠটি এলাকা থেকে বেশ নীচু হওয়ায় বর্ষাকালে এখানে পানি জমে খেলার পরিবেশ থাকতনা। জমে থাকা পানিতে মশা জন্মাত এবং মানুষের চলাচলের উপযুক্ত থাকতনা। এলাকাবাসী আমাকে এ সমস্যার বিষয়ে জানালে আমরা মাঠটি ভরাট করে সারা বছর খেলার উপযোগী করে তুলেছি। মাঠের চারপাশে ওয়াকওয়েসহ লাইটিং করা হবে। ফলে, এলাকার শিশুরা সারা বছরই মাঠটিতে খেলতে পারবে এবং জনগণও জলাবদ্ধতা ও মশার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। এসময় চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিনসহ চসিকের প্রকৌশল বিভাগের কর্মচারী এবং এলাকাবাসী এলাকায় চলমান উন্নয়ন কাজের বিষয়ে মতবিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবর্তক স্কুল এন্ড কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধচবিতে দুই দিনব্যাপী আইএমএল আন্তর্জাতিক সম্মেলন