সারা দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ১৭ রোগী

| রবিবার , ১২ মে, ২০২৪ at ১১:২৭ পূর্বাহ্ণ

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭ জন; এ সময়ে এডিস মশাবাহিত এ রোগে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ৯ জন ভর্তি হয়েছেন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে। এর বাইরে বরিশাল বিভাগে ছয়জন এবং ময়মনসিংহ বিভাগে একজন, খুলনা বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪১৪ জনে। এর মধ্যে মারা গেছেন ২৯ জন। খবর বিডিনিউজের।

দেশের বিভিন্ন হাসপাতালে গতকাল সকাল পর্যন্ত ১২৭ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৬৬ জন; ঢাকার বাইরে ছিলেন ৬১ জন। চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিলে আক্রান্ত হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসের প্রথম ১১ দিনে ২০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্য হয়েছে পাঁচজনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

পূর্ববর্তী নিবন্ধকোয়ালিটির প্রশ্নে কখনও আপস করেনি ইকুইটি : ডা. কাজী আইনুল হক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে উদ্বোধন হলো কম্প্লায়েন্স বেইজড স্পেশালাইজড সাজিনাজ হাসপাতাল