গণসংহতি আন্দোলনের ২২ বছর পূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদদের স্মরণে গতকাল শুক্রবার ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে গণসংহতি আন্দোলন রাউজান উপজেলা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ২২ বছরের এই যাত্রায় জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার সংগ্রাম অনেকটাই সফল হয়েছে। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই বৃহত্তর ঐক্য অটুট রাখতে হবে। পারিবারিক রাজনীতির বৃত্ত ভেঙে রাউজানসহ সারা দেশে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন উত্তর জেলার আহ্বায়ক নাসির জসি, জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট শাহাদাত হোসেন মানিক, গণসংহতি আন্দোলন চান্দগাঁও থানা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার শেখ ইকবাল মাসুদ, গণসংহতি আন্দোলন রাউজান উপজেলার সদস্য মোরশদুল আলম, নাজমুল হাসান আসিফ, অভি তালুকদার ও ছাত্রনেতা আরিফ।
উল্লেখ্য, ২০০২ সালের ২৯ আগস্ট ছাত্র ও শ্রমিক নেতৃবৃন্দের উদ্যোগে গণসংহতি আন্দোলন গঠিত হয়েছিল। প্রেস বিজ্ঞপ্তি।