সায়রা ছিদ্দিক আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

| শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৪৬ পূর্বাহ্ণ

উত্তর পতেঙ্গা মাইজপাড়া সায়রা ছিদ্দিক আইডিয়্যাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য ও সাবেক সভাপতি মোহাম্মদ ইদ্রিস। বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মো. লোকমান, অর্থ সম্পাদক ছাবের আহমদ, সদস্য মোহাম্মদ ইসহাক, আবু সালেহ মানিক, মোহাম্মদ সাইফুল আলম সানি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক আমান উল্লাহ আমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইমতিয়াজ হোসেন রাজু, রুপ নাহার বেগম, নাসরিন সুলতানা এ্যানি, খালেদা বেগম, শিরিন আকতার, মাহজেবিন শিরিন, রোকসানা আক্তার, সুমি আক্তার, মনিরুল আলম, আকলিমা আক্তার পিঙ্কি, সেলিনা আক্তার, নুসরাত জাহান,ওমর ফারুক, ফারজানা আক্তার লিমা, সিমা আক্তার, রোমানা বেগম, কামরুন নাহার রুজি, তাসফিয়া ইসলাম, ফারজানা আক্তার প্রিয়া, শিরিন আক্তার বর্ষা, শারমিন আক্তার, সানজানা আফরোজ, রাজিয়া সুলতানা, মাহজেবিন শিরিন, ফারহানা আক্তার মিম। পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের পিঁড়িতে বসলেন স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার
পরবর্তী নিবন্ধজেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন