চেতনার কবি হয়ে
সংগ্রামী ছবি হয়ে
ফোটালো কে ফুল ?
মুক্তির গানে ভাসে
সুর ঝরা বানে ভাসে
কবি নজরুল।
প্রেমে তাঁর খাদ নেই
উঁচু নিচু বাদ নেই
সাম্যের গানে
তাঁর বাণী খুঁজি আজ
মনে মনে বুঝি আজ
নজরুল মানে।
ভেবেছেন মানবতা
পদদলে দানবতা
বেঁধেছেন সুর
ছিলো যত কালো হয়ে
তাঁর লেখা আলো হয়ে
গ্লানি করে দূর।