প্রাবন্ধিক অধ্যাপক ববি বড়ুয়ার ‘সম্প্রীতি, উন্নয়ন ও অন্যান্য’ গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যতীত কোনো দেশের অগ্রগতি সম্ভব নয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে গত ২৯ মার্চ চট্টগ্রাম একাডেমি আয়োজিত একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাহিত্যিক ড. আনোয়ারা আলম, শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত ও অধ্যাপক সনজীব বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক কবি রাশেদ রউফ। অনুভূতি ব্যক্ত করেন গ্রন্থের লেখক প্রাবন্ধিক অধ্যাপক ববি বড়ুয়া। শুরুতে বৃন্দ আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন উঠোন সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীবৃন্দ। বক্তব্য রাখেন লায়ন আদর্শ কুমার বড়ুয়া, মেজর (অব.) রূপায়ন বড়ুয়া, সৌরশক্তি বড়ুয়া, চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক অরুণ শীল ও নেছার আহমদ, পরিচালক দীপক বড়ুয়া, বিপুল বড়ুয়া, এস এম আবদুল আজিজ, জাহাঙ্গীর মিঞা, শারুদ নিজাম, মৃণালিনী চক্রবর্তী, মিলন বনিক, এস এম মোখলেসুর রহমান, গোফরান উদ্দীন টিটু প্রমুখ। প্রধান অতিথি বিকিরণ প্রসাদ বড়ুয়া বলেন, ববি বড়ুয়ার বইয়ের বিষয়বস্তু অত্যন্ত প্রাসঙ্গিক। অধ্যক্ষ ড. আনোয়ারা আলম বলেন, ববি বড়ুয়ার ভেতরে প্রতিবাদী চেতনা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।