সাম্প্রদায়িক সম্প্রীতির চারণভূমি বাংলাদেশ

চট্টগ্রামে ধর্ম উপদেষ্টা

| মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ৯:৩৩ পূর্বাহ্ণ

টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা’ শীর্ষক চট্টগ্রাম জেলা কর্মশালা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চট্টগ্রাম মোহাম্মদ শরিফ উদ্দিনের সভাপতিত্বে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়।

সহকারী প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মা সঞ্চালনায় নগরীর পিটিআই অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির চারণভূমি বাংলাদেশ। এদেশে সকল সম্প্রদায়ের জনসাধারণ স্বধর্ম পালনে যে আন্তরিকতা প্রদর্শন করেন তা অন্য কোন দেশে দেখা যায় না। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত থাকলে ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর দেশ গড়ার কল্যাণে নিয়োজিত থাকবে। বিশেষ অতিথি ছিলেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায়ের প্রকল্প পরিচালক ড. শ্রীকান্ত কুমার চন্দ, ট্রাস্টি দীপক কুমার পালিত, ট্রাস্টি পরিমল কান্তি শীল, ট্রাস্টি অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, ট্রাস্টি অধ্যাপিকা ববি বড়ুয়া, উপপ্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) নিত্য প্রকাশ বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক সরকার সারওয়ার আলম।

বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক রামেশ্বর দাশ, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বার্তা পরিচালক জাহিদুল ইসলাম, উপদেষ্টার ব্যক্তিগত সহকারী আকরাম হোসেন, পিটিআই সুপারিনটেনডেন্ট শাহিন আক্তার চৌধুরী, রিমন মুহুরী, সন্তোষ নন্দী, শ্রদ্ধানন্দ মহারাজ, অসীম চন্দ্র দাশ, স্বপন কুমার দে, রুমা দত্ত বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসবসময় উদ্ভাবনী প্রযুক্তিকে স্বাগত জানায় ডায়মন্ড সিমেন্ট : লায়ন হাকিম আলী
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে মৎস্য খাতে টেকসই উন্নয়নের অঙ্গীকার