সাম্প্রদায়িক গোষ্ঠীর চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আজাদী ডেস্ক | সোমবার , ৭ ডিসেম্বর, ২০২০ at ১১:১৮ পূর্বাহ্ণ

কুষ্টিয়ার রাতের আঁধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এতে বক্তারা দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
মহানগর যুবলীগ : কুষ্টিয়ার রাতের আঁধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পুরাতন রেল স্টেশন চত্বরে নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকার সভাপতিত্বে ও মাহাবুব আলম আজাদের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, অ্যাড. আনোয়ার হোসেন আজাদ, নেছার আহমেদ, আব্দুল আউয়াল, ওয়াহিদ হাসান, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, মোজাম্মেল হোসেন নান্টু, তারেক সোলতান, আব্দুল হাই, মাহবুবুর রহমান মাহফুজ, সাজ্জাদ আলী বাহাদুর প্রমুখ।
এদিকে একই ইস্যুতে যুবলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল আগ্রাবাদ মোড় হয়ে বড়পোল বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বরে সমাবেশে মিলিত হয়। নায়েবুল ফটিকের সভাপত্বিতে ও সালাউদ্দীন বাবরের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জামিন আহমেদ মিলন, মো. লোকমান, মো. কায়সার, মো. ইসমাইল, টিপু, জুয়েল, ফরহাদ আবদুল্লাহ, মো. সালাউদ্দীন, রতন দাশ প্রমুখ। এতে বক্তারা বলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে স্বাধীনতা লাভ করে। সেক্যুলার এই রাষ্ট্রে সকল ধর্মের মানুষ সহাবস্থান নিয়ে বসবাস করে। এখানে ধর্মান্ধতার কোনো স্থান নাই। অহেতুক ভাস্কর্য-মূর্তির তর্ক সামনে এনে মৌলবাদী গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। মৌলবাদীদের এই আস্ফালনকে প্রতিহত করতে হবে।
দক্ষিণজেলা স্বেচ্ছাসেবকলীগ : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে দক্ষিণজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল গতকাল বিকেল ৪টায় চেরাগী পাহাড় চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মো. গালিব। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সেলিম হোসেন, নুরুল আবচার তালুকদার, কাইয়ুম চৌধুরী, তৌহিদুল ইসলাম রহমানী, আব্দুল মালেক খান, উজ্জ্বল ধর, মফিজুর রহমান বাহাদুর প্রমুখ।
৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড যুবলীগ : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জানিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর মোড়ে বিক্ষোভ মিছিল করেছে ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। পরে এক প্রতিবাদ সভা ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য ওয়াহিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠি হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগ নেতা তানভীর চৌধুরী, মুছা আলম, হারুন মেম্বার, লোকমান, বেলাল, ওমর ফারুক, পারভেজ, ফারুক, ইলিয়াস, সাদ্দাম, পতেঙ্গা থানা ছাত্রলীগ নেতা আলী আরেফীন, আবিদুল ইসলাম নাবিল, মিজানুর রহমান, ইকরাম খান, রবিউল হোসেন রবিন, মাইন নেওয়াজ, জাবেদ, অপু প্রমুখ।
সাতকানিয়া উপজেলা আ. লীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল গতকাল রোববার বিকালে উপজেলার কেরানীহাট এলাকায় অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও আবু ছালেহ শানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাতকানিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জোবায়ের, উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান, নজরুল ইসলাম সিকদার, আবুল কালাম, রূপকুমার নন্দী খোকন, মাসুদ জাহাঙ্গীর, জানে আলম জামাল, মাস্টার মো. ইউনুছ, কামাল উদ্দীন, আতাউল ইসলাম, হাফেজ আহমদ, এম. ইলিয়াছ চৌধুরী, তাপস কান্তি দত্ত, আ ফ ম মাহবুবুল হক সিকদার, মোসাদ হোসাইন চৌধুরী প্রমুখ।
দক্ষিণ জেলা তাঁতী লীগ : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা ও অবমাননার প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল গতকাল রোববার বিকালে আন্দরকিল্লাস্থ দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের আহ্বায়ক মো. দিদারুল আলম ও সদস্য সচিব পরিমল দেবের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক মো. মমতাজ উদ্দীন, মো. জসিম উদ্দিন, মো. আজিজুল হক, ডা. আর কে দাশ রুপু, রুবেল শীল প্রমুখ।
মহসিন কলেজ ছাত্রলীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ। গতকাল কলেজের ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন তাফহিমুল ইসলাম সোহেল, মিনহাজ তালুকদার, তৌহিদুল হক কায়ছার, মীর মোহাম্মদ শাফায়েত, সাফায়েত ফাহিম, ইমরান হোসেন ইমন, আবদুর রাকিব, যুবরাজ দাশ, আনিসুর রহমান, আব্দুল্লাহ আল হোসাইন প্রমুখ।
পটিয়া যুবলীগ : ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পটিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী। যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির ও মাস্টার রিটন নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. ফোরকান, আবুল হাসনাত ফয়সাল, আজগর আলী বাহাদুর, দিদারুল আলম, শাহ আলম মেম্বার, এনাম মজুমদার, হারুন মাস্টার, সৈয়দ জাবেদ সরোয়ার, ইয়ার মোহাম্মদ প্রমুখ।
সীতাকুণ্ড যুবলীগ : সীতাকুণ্ড পৌরসদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা যুবলীগ। সীতাকুণ্ড উত্তর বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মো. শাহাজাহান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউল আলম জসিম, পৌরসভা যুবলীগের সভাপতি শাহ কামাল চৌধুরী, আনিসুল হক আরিফ, মামুন, আকবর হোসেন, আলমগীর হোসেন, জিয়া উদ্দীন রাজু, উসমান চৌধুরী প্রমুখ।
চকবাজার থানা ও বাকলিয়া ওয়ার্ড আ. লীগ : চকবাজার থানা ও ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আ.লীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মহানগর আ. লীগের উপ প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলমের নেতৃত্বে সমাবেশে সভাপতিত্ব করেন চকবাজার থানা সভাপতি সাহাব উদ্দীন আহমেদ চৌধুরী। সভা সঞ্চালনা করেন মোহাম্মদ আনসারুল হক ও নাজিম উদ্দীন। সভাপতিত্ব করেন ইউনুস কোম্পানি। এতে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান, মুসা, মাসুদ করিম টিটু, আবদুল জব্বার, তৌহিদুল ইসলাম সোহেল, মোস্তফা নাজিম পাশা, সেলিম মিয়া, মো. মুহসীন, কামাল আহমেদ, আনিস উদ্দীন, আবু সাঈদ, সরওয়ার আলম, আবদুল হাকিম, পেয়ার আহম্মেদ, আহমদ মোস্তফা হেলাল, নজরুল ইসলাম, খালেদ জামান, শফিউল আলম শামসু, রশিদুল ইসলাম রাশেদ, মো. জাহেদ, মো. উজ্জ্বল, মো. কাউসার বাপ্পী প্রমুখ।
রাউজান উপজেলা যুবলীগ : উপজেলা সদরের মুন্সির ঘাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জসিম উদ্দিন, জসিম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর সওকত হাসান, আবদুল লতিফ, তসলিম উদ্দিন, আহসান হাবিব চৌধুরী, জিয়াউল হক রোকন, বীর মুক্তিযোদ্ধা ইউছুপ খান, কাজী রাশেদ, তপন দে প্রমুখ।
চন্দনাইশ যুবলীগ : চন্দনাইশ যুবলীগের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিকেলে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তৌহিদুল আলম, যুগ্ম আহবায়ক এএসএম মুছা তছলিম, মুরিদুল আলম মুরাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। একইদিন চন্দনাইশ যুবলীগের অপর একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ কাঞ্চননগর রওশনহাটস্থ বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বের হয়ে চট্টগ্রাম-কঙবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভা যুবলীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিনুল ইসলাম চৌধুরী কায়সার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোকমান হাকিম, নাজিমুদ্দিন ভূইয়া, আ ন ম হাছান চৌধুরী, আবদুল হাকিম রাজু প্রমুখ।
খুলশী থানা ছাত্রলীগ : কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলার প্রতিবাদে গতকাল সন্ধায় ৭টায় তাৎক্ষণিকভাবে ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও খুলশী থানা ছাত্রলীগের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ওমেন কলেজ মোড় হয়ে পুনরায় ওমেন কলেজ মোড় এসে জড়ো হয়। সেখানে এক বিক্ষোভ সমাবেশ মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহেদ হোসেন টিটুর সভাপতিত্বে ও এমইএস কলেজ ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম মানিকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ ছাত্রলীগের সভাপতি ও ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মহসীন। বক্তব্য রাখেন-যুবলীগ নেতা শাহাজান হামেদী, গোলাম মোরশেদ, সাইফুল ইসলাম, নুরুউদ্দিন, আবদুল্লাহ আল নোমান, আরাফাত হোসেন, মোজাহিদুল ইসলাম, মো. হোসেন, মো. শাকিল, মো. আরমান, মো. রিপন আহম্মেদ, মো. সাইফুল ইসলাম, মো. সাজেদুল আলম, মো. তৌফিক ইসলাম, মো. জাহেদ মিয়া, মোজাম্বিক আলম, নায়মুর রহমান, আসলাম, মো. এয়াকুব, মো. সাজ্জাদুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণের দোকান বন্ধ করে দেয়ার হুমকি জুয়েলার্স সমিতির
পরবর্তী নিবন্ধ১০ বছরে ১০০ কোটিরও বেশি মানুষ শিকার হবেন চরম দারিদ্র্যের