রাঙামাটিতে সামাজিক ও সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রাখতে হিন্দু সমপ্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করে রাঙামাটি জেলা পুলিশ। গতকাল বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ।
এসময় এসপি বলেন, হিন্দু সমপ্রদায়ের ওপর লুটপাট, অগ্নিসংযোগ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের আর যেন কোনো প্রকার ক্ষতিসাধন না হয় সেদিকে সকলকে নজর দিতে হবে। কেউ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, এ ব্যাপারে নজর রাখা হবে। সভায় উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী, গোয়েন্দা পুলিশের ওসি মানস বড়ুয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদারসহ বিভিন্ন মট–মন্দিরের প্রতিনিধি ।