কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, হিন্দু – বৌদ্ধ–খ্রিস্টান– মুসলমান সকলের একটাই পরিচয় আমরা বাংলাদেশী। এই দেশ আপনার, আমার, সকলের। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে। ডা. শাহাদাত বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে আমরা যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীস্টান ঐক্যবদ্ধভাবে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে। ঠিক একইভাবে ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানেও সকল ধর্মের মানুষের অংশগ্রহণ ছিল। তিনি গতকাল শনিবার প্রবর্তক সঙ্গের শ্রীকৃষ্ণ মন্দির পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, রাষ্ট্রের সকল স্থাপনা আমাদের রক্ষা করতে হবে। কেউ যেন এসব ধংস করতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় বক্তব্য রাখেন মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক দারু ব্রহ্ম দাস ব্রহ্মচারী, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস, রাধাকান্ত দাস ব্রহ্মচারী, গৌবিন্দ দাস ব্রহ্মচারী, সুহৃদ গৌরাঙ্গ দাস,বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ন, ডা. সরওয়ার আলম, জাকির হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, বিপ্লব পার্থ, রাজীব ধর তমাল, সৌরভ প্রিয় পাল, সুজন দাশ, সুজন ঘোষ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।