সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়িয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা থামানো যাবেনা

বিভিন্ন পূজামণ্ডপে বস্ত্র বিতরণ ও পরিদর্শনে বক্তারা

| মঙ্গলবার , ২৪ অক্টোবর, ২০২৩ at ৭:৩৩ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। সৃষ্টিতত্ত্বে মানুষে মানুষে কোন পার্থক্য নেই। তাই সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে যারা এদেশের উন্নয়ন অগ্রযাত্রা থামিয়ে দিতে চাই তাদের চিহ্নিত করে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। গত শুক্রবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের ব্যবস্থাপনায় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাবু চন্দন ধর, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু। উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুসহ মহানগর, থানাওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ফতেয়াবাদ পূজা উদযাপন পরিষদ : ফতেয়াবাদ পূজা উদযাপন পরিষদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান ফতেয়াবাদ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি লিটন দাশের সভাপতিত্বে ছাত্রনেতা অরুণ চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ফতেয়াবাদ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নাথুরাম ধর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। ‌বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আবরাহা দুলাল, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ বিজয় কৃষ্ণ সরকার, আলমগীর কবির চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন রনধীর চৌধুরী ভুলন, সুমন চৌধুরী, শাহানুর চৌধুরী, মাহাবুবুল আলম, সুলতান মাসুদ, এডভোকেট স্বরূপ পাল, ঋষিকেশ খাস্তগীর, আনোয়ার হোসাইন, কানু দাশ, তোফায়েল আহম্মেদ, সৈয়দ বয়ান, পারভেজ তালুকদার, সৌমেন চৌধুরী রাজু, মোঃ জামাল উদ্দিন প্রমুখ। ‌আলোচনা সভা শেষে অসহায় দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

জনকজননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন : জনকজননী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হালিশহরপাহাড়তলীডবলমুরিংখুলশী ও পাঁচলাইশ থানার আওতাধীন সকল পূজামণ্ডপ সমূহে এক মতবিনিময় সভা লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদ মাহমুদ। নগর যুবলীগ সাবেক সহ সভাপতি সুরুথ কুমার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, মোহাম্মদ হোসেন, আমিনুল হক। এ সময় আরো বক্তব্য রাখেন শুলকবহর ওয়ার্ড আ.লীগ সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান, ১৪নং লাল খান বাজার ওয়ার্ড আ.লীগ সভাপতি ছিদ্দিক আহমেদ, ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আ.লীগ সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, মহানগর পুজা উদযাপন পরিষদ সভাপতি লায়ন আশিষ ভট্টাচার্য, অরবিন্দ পাল অরুণ, দেবাশীষ নাথ দেবু, কাউন্সিলার আবুল হাসনাত বেলাল, আনজুম আরা বেগম, নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, নাজমুল হাসান রুমি, তমাল শর্মা, দেবাশিষ মজুমদার, পুজন লোদ, লিখন চক্রবর্তী, স্ট্যালিন দে, তপন সিংহ, বাবুল দাশ প্রমুখ। অনুষ্ঠান শেষে ৪৩টি মন্ডপ কমিটি ও ৫টি থানা কমিটিকে ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদান তুলে দেওয়া হয়।

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা অভ্থির উদ্যোগে নাজিরপাড়ায় শারদীয় উপহার বিতরণ

ছাত্রলীগ : গতকাল চটগ্রাম নাজিরপাড়া পূজামণ্ডপে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে স্থানীয় মানুষদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহসম্পাদক নাঈম আশরাফ অভির উদ্যোগে শারদীয় উপহার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মহানগর যুবলীগ নেতা মো. ফিরোজ, মো. মহিউদ্দীন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইরফানুল হক বাপ্পী। এতে প্রধান অতিথির বক্তব্যে দিদারুল আলম দিদার বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা রেদওয়ান হক রাতুল, থানা ছাত্রলীগ নেতা মো. ইসমাইল, মো. মাশরাফি, মো. সায়েম, মো. মহসিন প্রমুখ।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবে ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড ও ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডের বিভিন্ন পূজা মন্ডপে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সফল মেয়র জননেতা আলহাজ্ব আ. .ম নাছির উদ্দীনের পক্ষে থেকে বস্ত্র বিতরণ করেন ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও তরুণ রাজনীতিবীদ জনাব ওয়াহিদুল আলম চৌধুরী,

স্বাধীনতা চিকিৎসক পরিষদ : বঙ্গবন্ধু সবসময় অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছেন। গত শনিবার সনাতনী সমপ্রদায়ের শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে সন্দ্বীপের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে গেলে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রেীয় সভাপতি, .লীগ নেতা ডা. জামাল উদ্দিন চৌধুরী এ কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর হিন্দু সমপ্রদায় এখন এদেশে সকল নাগরিক সুযোগ সুবিধা ও সম অধিকার নিয়ে নিরাপদে জীবনযাপন করছে।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেনবাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ঢাকা সিটি এডিটর কানাই চক্রবর্তী, স্বাচিপ এর সহ তথ্য ও গবেষনা সম্পাদক ডাঃ সৈকত রায়, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশাররফ হোসেন লিটন প্রমুখ।

পতেঙ্গাইপিজেড : সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহা অষ্টমীতে বন্দর পতেঙ্গা ইপিজেড এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সাবেক ছাত্রলীগ নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আইন বিষয়ক উপ কমিটির সদস্য ও শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান। পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে অস্প্রদায়িক চেতনায় সকল ধর্মের মানুষ জীবন দিয়ে এদেশ স্বাধীন করেছে। এদেশে প্রতিটি ধর্মের মানুষ সমান অধিকার। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে ধর্মান্ধ সামপ্রদায়িক অপশক্তিকে রুখে দিয়ে সকল ধর্মের মানুষের সমঅধিকার সমপ্রীতি বজায় রাখা সহ উন্নয়নের ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন মহানগর পূজা কমিটির নেতা দীপিকা সংঘের সাধারণ সম্পাদক উত্তম শীল, ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আজাদ হোসেন রাসেল, ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ইদ্রিস মেম্বার, পতেঙ্গা ব্যাবসায়ী সংগঠনের নেতা মোঃ বেলাল, সহ দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, ইপিজেড থানা ছাত্রলীগ নেতা ইফতেখার হোসেন জিসান।

লোকনাথ সেবক ফোরাম : বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরামচট্টগ্রামের উদ্যোগে নগরীর দক্ষিণ কাট্টলী ও হালিশহর নাথপাড়ার সুবিধাবঞ্চিত সনাতন জনগোষ্ঠীর মাঝে ২৩ অক্টোবর বস্ত্র বিতরণ করা হয়েছে। সেবক ফোরামের সভাপতি সমাজসেবক শিবু প্রসাদ দত্তের পক্ষ থেকে এসব বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ববিদ সুদর্শন চক্রবর্ত্তী, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম শম্ভু দাশ, পলাশ কান্তি নাথ রণী, এডভোকেট সুধীর চন্দ্র চৌধুরী, নারীনেত্রী শিল্পী চৌধুরী, গীমাস’র সাবেক সভাপতি সুচিত্রা ধর, সংগঠক টিটু মল্লিক, সমাজকর্মী রতন চক্রবর্তী, সংগঠক মিঠুন সরকার, রণজিৎ নাথ, স্বপন নাথ, ঝন্টু নাথ প্রমুখ। বস্ত্র বিতরণকালে শিবু প্রসাদ দত্ত বলেন, মানবতাই সকল ধর্মের মূল কথা। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বাদ দিয়ে সমাজ কখনো এগিয়ে যেতে পারে না। দরিদ্র জনগোষ্ঠীর পাশে বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

নন্দীরহাট জিউর মন্দির : দুর্গাপূজা উপলক্ষে নন্দীরহাট জিউর মন্দিরে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা গত ২২ অক্টোবর অনুষ্ঠিত হয়। প্রদীপ সাহার সভাপতিত্বে এবং অসিম সাহা ও সুমন গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান রশীদ, জিয়া আমানত নয়ন, সুমন চৌধুরী, আলমগীর টিপু। উপস্থিত ছিলেন আব্দুল মালেক, শফিউল আলম বাবুল, আব্দুল মাবুদ, নুরুল আবছার আলমগীর, মো. আবু তাহের, হাসান মুরাদ, মো. জামাল, মো. জাকির, মো. ফোরকান, সুজন চৌধুরী, সাজ্জাদ হোসাইন, আহমেদ নূর, লোকমান হাকিম, তৌহিদ, শাহিন, মো. রিফাত, আবু সায়েম চৌধুরী সেতু, গাজী আক্কাস, অপু, ফরহাদুল আলম, আলী আজম সুজন, মো. ওমর ফয়সাল, হাসান বাবলু, আলমগীর, আবুল কালাম, ইয়াছিন, আজিজুল হক রায়াহান, বাসু দে, মো. সাকিব, মুন্না, সালমান, আবু তাহের, অর্ক দে, হৃদয়, বেলাল, বাপন, ফাহিম, জাবেদ, রকিশাহা প্রমুখ।

উত্তর জেলা বৈদিক পরিষদ : উত্তর জেলা বৈদিক পরিষদের উদ্যোগে হাটহাজারীর উত্তর মাদার্শার শান্তিপদ বাড়ি প্রাঙ্গণে গত ২২ অক্টোবর শারদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বৈদিক পরিষদের সভাপতি পলাশ সেন। সুমন দে এর সার্বিক সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ন মজুমদার, অরুন কান্তি মল্লিক ,রাজীব দে, পিংকু ভট্টাচার্য্য, যীশু দে, অসীম মল্লিক, উত্তম চৌধুরী, রিটন মহাজন, বাবু দে রনি, অন্তর পাল আকাশ প্রমুখ।

দেওয়ান বাজার ওয়ার্ড : ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী ২১ অক্টোবর ওয়ার্ডের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন ও সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন ব্যক্তি বর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ধর্ম যার যার উৎসব সবার, তাদের পূজা সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিসমাপ্ত হয় তার জন্য সকলের প্রতি আহবান জানান এবং এ সময় উপস্থিত ছিলেন আলোড়ন বিশ্বাস ফ্লাওয়ার, আবদুল্লাহ আল হারুন, ইসতিয়াক আজিজ, হিমেল হোসেন, সুফিয়ান সিদ্দিকী, আবু জিহাদ ছিদ্দিকী, হুমায়ুন রশিদ, মুজিব মাহিন, উজ্জল পাল প্রমুখ।

সাতকানিয়া উত্তর ঢেমশা গ্রাম : সাতকানিয়া থানাধীন উত্তর ঢেমশা গ্রামে শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, বস্ত্র ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশের সৌজন্যে এ কর্মসূচি পালিত হয়েছে।

এতে সমাজের দরিদ্র জনগোষ্ঠীসহ বিভিন্ন স্তরের শতাধিক রোগী চিকিৎসাসেবা, ওষুধ ও বস্ত্র গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী
পরবর্তী নিবন্ধঘূর্ণিঝড় হামুন : চট্টগ্রামে ৭ নম্বর সতর্কসংকেত