চট্টগ্রাম মহানগর কমিটির স্মরণসভায় বক্তারা
খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে গত শুক্রবার বিকেল ৫টায় থিয়েটার ইনস্টিটিউটে এক স্মরণসভার আয়োজন করা হয়। খেলাঘার কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ, চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক এএসএম জাহিদ হোসেন এবং সাবেক সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিনের স্মরণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নাট্যজন মুনির হেলাল।
সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসুর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেজাউল কবীর, দেবাশীষ রায়, প্রদীপ ভট্টাচার্য, চন্দন পাল, অধ্যাপক রোজী সেন, মাহবুবুল হক সুমন, এডভোকেট আনোয়ার হোসেন আজাদ, চৌধুরী জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সাংবাদিক খোরশেদ আলম, শৈবাল আদিত্য, পার্থ প্রতীম নাহা, শরণ বড়ুয়া, জয়ন্ত রাহা, সঞ্জীব ভট্টাচার্য, জাহাঙ্গীর আলম, জাহেদ হোসেন, রবি শংকর সেন নিশান ও কোয়েল দাশ প্রমুখ। খেলাঘর শিশুকিশোরদের পরিবেশনায় ‘আগুনের পরশমনি’ গানের মাধ্যমে স্মরণ সভার সূচনা করা হয়। সভার শুরুতে প্রয়াত তিন গুণী সংগঠকদের স্মৃতির উদ্দেশ্যে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রয়াত জিয়াউদ্দিন আহমেদ ছিলেন খেলাঘর আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ। খেলাঘরের প্রতি তার অকৃত্রিম ভালবাসার কারণে তিনি প্রজন্ম থেকে প্রজন্ম অবধি সকলের শ্রদ্ধেয়। তার সাংগঠনিক দক্ষতা ও শিশুসুলভ আচরণের জন্য তিনি সকলের মাঝে আজীবন অমর হয়ে থাকবেন। আজকের মত দিনে তার মত একজন সংগঠক খুবই বিরল। এছাড়া প্রয়াত জাহিদ হোসেন ও গিয়াস উদ্দিন চট্টগ্রাম মহানগরের দুইজন নিরলস ও নিবেদিত সংগঠক। তাদের মেধা ও মননের মাধ্যমে চট্টগ্রাম খেলাঘর আন্দোলনকে সমৃদ্ধ করেছে। বক্তারা আরো বলেন, খেলাঘর ১৯৫২ সাল থেকে অদ্যাবধি শিশুদের জন্য আনন্দময় শৈশব ও সাম্প্রদায়িকতামুক্ত স্বদেশ বিনির্মাণের প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। তাই অসাম্প্রদায়িক ও বিজ্ঞানমনষ্ক প্রদীপ্ত প্রজন্ম গড়ে তুলতে খেলাঘর সংগঠনের কোনো বিকল্প নেই। পরিশেষে শিশু কিশোর ভাইবোনের পরিবেশনায় খেলাঘর সংগীত ‘আমরা তো সৈনিক, শান্তির সৈনিক’ এর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।