সামুদ্রিক মৎস্য আইনকে বাস্তবধর্মী করার দাবি

| বুধবার , ৯ ডিসেম্বর, ২০২০ at ১১:০৫ পূর্বাহ্ণ

নতুন সামুদ্রিক মৎস্য আইনের বিভিন্ন ধারা, উপধারা, পরস্পর বিরোধী এবং সাংঘর্ষিক বিষয়গুলো সংশোধনের দাবি জানিয়েছে মেরিন হোয়াইট ফিস ট্রলার ওনার্স অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম প্রেস ক্লাবে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
এ সময় অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি সৈয়দ আহমদ, সাধারণ সম্পাদক মো. তাজউদ্দিন তাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর নবী, সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, সদস্য সাইফুল ইসলাম বুলবুল, জসিম উদ্দিন হায়দার, মাসুদ আকতার চৌধুরী, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, মোবারক, আবদুল মান্নান, মো. কামাল, নাজমুল, আলাউদ্দিন, রাশেদ, নাছির, সাজু, রুবেল, হেলাল আহমেদ চৌধুরী, আবদুল মজিদ, নাছির উদ্দীন, রাসেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন। খবর বাংলানিউজের।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমান সরকার ‘সামুদ্রিক মৎস্য অর্ডিনেন্স ১৯৮৩’ বাতিল করে গত ১৬ নভেম্বর জাতীয় সংসদে ‘সামুদ্রিক মৎস্য আইন ২০২০’ প্রণয়ন করে। যা গত ২৬ নভেম্বর গেজেট আকারে প্রকাশ করেছে। সময়ের চাহিদার প্রতিফলনে নতুন আইন বাস্তবতা বিবর্জিত, সাংঘর্ষিক ও জনগণের মৌলিক অধিকার পরিপন্থী। এ আইন প্রণয়নের সময় সামুদ্রিক মৎস্যজীবী বিভিন্ন শ্রেণি-পেশার স্টেক হোল্ডারদের সঙ্গে কোনো আলোচনা কিংবা মতামত নেওয়া হয়নি। যার ফলে অরাজক পরিস্থিতির উদ্ভব হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ইয়াবা ও চোলাই মদসহ আটক ৩
পরবর্তী নিবন্ধস্টেডিয়াম শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সভা