মৃত্যু অনিবার্য, সুনিশ্চিত। মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোনো পদ্ধতি মানুষের জানা নেই। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা মেনে নেওয়া সত্যিই কঠিন। নীরব নিথর পাথরও যেন ডুকরে ওঠে এ সংবাদে।
এমন মর্মান্তিক একটি সংবাদে কাল থেকে চট্টগ্রামের সাংবাদিক মহল শোকে মূহ্যমান হয়ে রয়েছে। কিছুতেই মেনে নিতে পারছেন না, বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরীর বড় মেয়ে সামিহা রুদাবা চৌধুরী ঊনিশেই থেমে যাবে। গতকাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে সামিহা ইন্তেকাল করে (ইন্না লিল্লাহি……..রাজিউন)।
গত রোববার মেয়েটি পরীক্ষা দিয়ে এসেছে। জেএসসি ও এসএসসিতে চট্টগ্রাম এলেমেন্টারি স্কুল থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসিতেও গোল্ডেন এ প্লাস পাওয়ার জোর প্রস্তুতি নিচ্ছে, মঙ্গলবার ভোরে সে না ফেরার দেশে চলে যাবে; এ নির্মম সত্য কে-ইবা মেনে নিতে পারে? মানতে পারছেন না তাই তার কলেজের প্রিন্সিপাল লেফটেনেন্ট কর্নেল শামসও। অপেক্ষা করছিলেন তিনি প্রিয় ছাত্রীর জন্য; পরীক্ষার রেজিস্ট্রেশন করতে আসবে বলে। সামিহার মৃত্যু সংবাদে তাঁর চোখে জল, কাঁদছেন তার শিক্ষকগণ, সহপাঠীবৃন্দ।
গতকাল সকালেও তার কলেজে যাওয়ার কথা, পরীক্ষা ছিল। সাথে রেজিস্ট্রেশন করার কথা। রোববার পরীক্ষা দিয়ে এসে রাতে পড়ালেখা করেছে। সোমবার সকালে ডায়রিয়ায় আক্রান্ত হলে বিকালেই নেয়া হয় তাকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে। মঙ্গলবার আর যাওয়া হয়নি প্রিয় ক্যাম্পাসে; জীবনের পরীক্ষায় হেরে গিয়ে কলেজের পরীক্ষায় আর বসা হয়নি তার।
একদিনের ডায়রিয়া। সঙ্গে হাই ডায়াবেটিস। ন্যাশনাল হাসপাতালে একদিনের লড়াই। লাইফ সাপোর্ট থেকে আর ফিরেনি সামিহা। মঙ্গলবার ভোর ৫টার দিকে মৃত্যু হয় তার। গতকাল বাদ জোহর নগরীর খলিফাপট্টি বায়তুন নূর জামে মসজিদের সামনে প্রথম এবং বাদে আছর নামাজের পর পটিয়া এয়াকুবদন্ডীর নোয়াজি মুনসী জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সামিহাকে দাফন করা হয়।
সামিহার মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, সাবেক এমপি গাজী মো. শাহজাহান জুয়েল, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আয়ুব বাবুল, বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান অশোক চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাশেদ মাহমুদ এবং সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনজামুল হক জসিম, জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।