বাঁশখালীর কাহারঘোনা মিনজিরীতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারে কঠিন চীবর দানসভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অস্ট উপকরণসহ সংঘদান অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে ধর্মালোচনা ধর্মদর্শী মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান ধর্মদেশক ছিলেন অধ্যক্ষ তিলোকাবংশ মহাস্থবির। প্রধান ধর্মলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের প্রাচ্য ভাষা বিভাগের অধ্যাপক ড. অনোমদর্শী বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া। দানসভায় ধর্মদেশনা করেন ধর্মপাল মহাস্থবির, রাহুলপ্রিয় মহাস্থবির, তিলোকানন্দ মহাস্থবির, অধ্যক্ষ দেবমিত্র মহাস্থবির, ধর্মপাল স্থবির, রুপানন্দ স্থবির, কোন্ড্ঞঞো ভিক্ষু, রত্নপ্রিয় ভিক্ষু।উদ্বোধনী বক্তব্য রাখেন অধ্যক্ষ মৈত্রীজিৎ স্থবির। আলোচনায় অংশ নেন সাংবাদিক কল্যাণ বড়ুয়া, অমিত বড়ুয়া. সত্যপ্রিয় বড়ুয়া, মিলন বড়ুয়া, পুলিশ বড়ুয়া, রাসেল বড়ুয়া, কাকন বড়ুয়া,নিকাশ বড়ুয়া, সোহেল বড়ুয়া, নয়ন বড়ুয়া প্রমুখ। সভায় বক্তারা বিশ্বের হানাহানি রোধ সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ধর্মের অনুশীলন ও চর্চা করার আহবান জানান।











