সামাজিক সচেতনতা ছাড়া যৌতুক ও মাদক থেকে মুক্তি মিলবে না

হাটহাজারীতে রজভীয়া নূরীয়া কমিটির সমাবেশ

| মঙ্গলবার , ১০ জানুয়ারি, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

হাটহাজারী পার্বতী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে যৌতুকমাদক ও জঙ্গিবাদ বিরোধী মহাসমাবেশ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলার ব্যবস্থাপনায় আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও আন্‌জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরীর (মু.জি.) আহবানে অনুষ্ঠিত মহাসমাবেশে উদ্বোধক ছিলেন আন্‌জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। তিনি বলেন, সরকার একার পক্ষে সবকিছু সামাল দেয়া সম্ভব নয়। এক্ষেত্রে জনগণেরও অনেক করণীয় আছে। অথচ আমরা সে দায়িত্ব পালন করি না। সরকার সবকিছু করে দেবে এ মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রধান আলোচক ছিলেন আন্‌জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের সাংগঠনিক সচিব বিশিষ্ট লেখক ও গবেষক ড. মাসুম চৌধুরী। তিনি বলেন, যৌতুক, মাদক, নারী নিপীড়ন থামাতে হলে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। সৈয়দ মুহাম্মদ সিরাজুল আলম এবং মুহাম্মদ আব্দুশ শুক্কুরের যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক মাওলানা আব্দুল গফুর। উদ্বোধক ছিলেন আব্দুর রশিদ দৌলতী।

আহলে সুন্নাত ওয়াল জামাত হাটহাজারী উপজেলার সভাপতি আল্লামা অধ্যক্ষ ছালেহ আহমদ আনসারীর সভাপতিত্বে অতিথি ও আলোচক ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম, আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত্বতাহেরী, মঞ্জুরুল আলম, নুরুল আজিম রনি, শাহজাদা সৈয়দ মুহাম্মদ এনামুল হক, সৈয়দ মোরশেদুজ্জমান আমেরী, এইচ এম মন্‌জুরুল আনোয়ার, এস এম ফখরুদ্দীন, আবু ছালেহ আঙ্গুর, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, শাহ্‌ কুতুব উদ্দিন নূরী, শায়ের এনামুল হক এনাম, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ আবুল হাসান, মুহাম্মদ তারেক রেজা, মাওলানা ওমর ফারুখ নঈমী, মাওলানা নাজিম উদ্দিন নূরী, মাওলানা জাফর কামালী, মুহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী, আবু হানিফ রিপন, মুহাম্মদ জাকির হোসেন, শায়ের শাহাদাত হোসেন, শায়ের মুহাম্মদ মেরাজ রেজা, মুহাম্মদ পিয়ারু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধচমেকে বর্ধিত ডায়ালাইসিস ফি : এবার রোগীদের মূল সড়ক অবরোধ