সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মন্তব্য’ না করতে বিজ্ঞপ্তি

চবি রাজনীতি বিজ্ঞান বিভাগ

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ জুন, ২০২১ at ৬:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ বিভাগ নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিভাগটি। গতকাল বুধবার বিভাগের সভাপতি প্রফেসর ড. আনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা রাজনীতি বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীরা এ বিভাগ সম্পর্কে কোনো মন্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ করবে না। এতে বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে।’
বিশ্ববিদ্যালয়ের মত একটি জায়গায় শিক্ষার্থীদের স্বাধীন মতামত প্রকাশের বিরুদ্ধে একটি বিভাগের এমন বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এটা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে কড়া সমালোচনা করছেন।
এ ব্যাপারে রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. আনোয়ারা বেগম বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। না জেনে অথবা আবেগের বশে অনেক সময় বিভাগ নিয়ে বিভিন্ন মন্তব্য করে থাকে। তাই শিক্ষার্থীদের জন্য উপদেশমূলক এ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এটি কোনো নিষেধাজ্ঞা নয়।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় শিক্ষার্থীদের জন্য এমন বিজ্ঞপ্তি দেয়া ঠিক হয়নি। কারণ একজন শিক্ষার্থী তার বিভাগ এমনকি বিশ্ববিদ্যালয় নিয়েও মন্তব্য করার অধিকার রাখে। তবে কোন প্রেক্ষিতে এ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তাও জানার দরকার রয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধচীনের বাজারে বাংলাদেশের বাণিজ্যের সম্ভাবনা
পরবর্তী নিবন্ধরেলওয়ে হোক যোগাযোগ ব্যবস্থার প্রধান খাত : সুজন