সামাজিক দায়িত্ব পালনে আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে

সংলাপে বক্তারা

| মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৫০ পূর্বাহ্ণ

শাহ্‌ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (.) ১১৮তম ওরশ উপলক্ষে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের (এস জেড এইচ এম ট্রাস্ট) ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ষষ্ঠ দিবসে ‘মাইজভাণ্ডারী একাডেমি’ আয়োজিত ‘১০ম উলামা সংলাপ ’ গত ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ হলে অনুষ্ঠিত হয়।

সাউদার্ণ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শায়েস্তা খান আজহারীর সমন্বয়ে প্রতিপাদ্য বিষয় ‘আলেম সমাজের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক সংলাপে বক্তারা বলেন, ইসলাম ধর্ম চর্চার ভিত্তিতে মানবিক বিপ্লব ঘটিয়েছেন সুফি সাধকরা। আমরা সে দিকে দৃষ্টি দিলে ইসলাম ধর্মের সামাজিক আবেদন অনেক বেশি গতিময় হবে।

বিভিন্ন বিষয়ে জ্ঞান সমৃদ্ধ ব্যক্তিরা আলেমের সংজ্ঞাভুক্ত। আলেমদেরকে সমাজের সাথে মিশে গিয়ে সামাজিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সংলাপে পর্যবেক্ষক ছিলেন ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী, ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, মাইজভাণ্ডারী একাডেমির সদস্য সচিব অধ্যাপক জহুর উল আলম, ইউসিবির প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল। আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন, অধ্যাপক ড. আবুল ফাতাহ মহিউদ্দিন, . কামাল উদ্দিন আজহারী, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আজহারী, প্রভাষক মুহাম্মদ রেজাউল মোস্তফা তানভীর আজহারী, ব্যাংকার মোহাম্মদ ইসকান্দর আলম, অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ মহিউল হক, সাইফুল্লাহ্‌ ফারুকী চরণদ্বীপি, আবু আহমদ আজহারী, মুহাম্মদ আবুল হাশেম, মুহাম্মদ ইমরান উদ্দীন, মুহাম্মদ আবুল হাশেম,মুহাম্মদ মিশকাত, কাজী মুহাম্মদ হাবীবুল হোসাইন, মুহাম্মদ গোলাম মওলা, মুহাম্মদ মঈনুদ্দিন। মুনাজাত পরিচালনা করেন মুহাম্মদ কামাল উদ্দিন আজহারী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেজিস্ট্রেশন বিভাগের ভাবমূর্তি রক্ষায় নকলনবীশদের ভূমিকা অপরিসীম
পরবর্তী নিবন্ধকক্সবাজারে স্পা সেন্টার ও কটেজে অভিযান, ৩৮ নারী-পুরুষ গ্রেপ্তার